প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আগামী ১২ অক্টোবর ‘লাইফ টাইম অ্যাচিভম্যান্ট’ অ্যাওয়ার্ডে ভূষিত হতে যাচ্ছেন রুনা লায়লা। ইংরেজি জাতীয় দৈনিক ডেইলিস্টার ও স্ট্যাণ্ডার্ড চ্যাটার্ড ব্যাংক আয়োজিত অনুষ্ঠানের ১১’তম আসরে রুনা লায়লার হাতে ‘লাইফ টাইম অ্যাচিভম্যান্ট’ অ্যাওয়ার্ড তুলে দেয়া হবে বলে জানিয়েছেন অনুষ্ঠানের সমন্বয়কারী রাফি হোসেন। ১২ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে রাত ৯.৩০ মিনিট পর্যন্ত বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি’তে অনুষ্ঠিতব্য আয়োজনে রুনা লায়লার’র হাতে এই সম্মাননা তুলে দেয়া হবে। রুনা লায়লা বলেন, ‘নিঃসন্দেহে এই অ্যাওয়ার্ড আমার জন্য অনেক আনন্দের অনুপ্রেরণার। এই ধরনের অ্যাওয়ার্ড একজন শিল্পীর জন্য অনেক সম্মানের। যারা এমন একটি অ্যাওয়ার্ডের আয়োজন করছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আশা করছি, খুব চমৎকার একটি অনুষ্ঠান হবে।’ এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন ভারতের মিতালী মুখার্জি। এদিকে আগামী ৮ নভেম্বর চট্টগ্রামের একটি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন বলে জানান রুনা লায়লা। রুনা লায়লা সর্বশেষ দৈনিক আমাদের সময় কৃর্তক ‘লাইফটাইম অ্যাচিভম্যান্ট’ অ্যাওয়ার্ডে ভূষিত হন। গত আগস্ট মাসে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ‘ফিরোজা বেগম স্বর্ণপদক’-এ ভূষিত হন। আন্তর্জাতিক এই সঙ্গীতশিল্পী বহুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ ‘স্বাধীনতা পুরস্কার’, ‘মহাগুরু পুরস্কার’,‘বঙ্গবিভূষণ’ পুরস্কার’সহ আরো বহু পুরস্কারে ভূষিত হয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।