প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আজ উপমহাদেশের বরেণ্য সঙ্গীতশিল্পী, সুরকার রুনা লায়লা’র জন্মদিন। সাধারণত তার জন্মদিনটি বিশেষ আয়োজনের মধ্যদিয়েই উদযাপিত হয়। এবার করোনা পরিস্থিতি বিবেচনা করে তেমন কোন আয়োজন থাকছেনা। তবে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে আজ সকালে প্রকাশিত হবে রুনা লায়লা’র সুর করা গান ‘এই দেখা শেষ দেখা’ গানটি। গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন রুনা লায়লা এবং সঙ্গীতায়োজন করেছেন রাজা ক্যাশেফ। গত ১২ ও ১৩ নভেম্বর গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজ শেষ হয়েছে। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। গানটি প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘যেদিন প্রথম লুইপা’র কন্ঠে শ্রদ্ধেয় বেগম আখতারের জোছনা করেছে আঁড়ি গানটি শুনি তখন মুগ্ধ হয়ে তাকে অভিনন্দন জানাই। পরবর্তীতে যখন ‘এই দেখা শেষ দেখা’ গানটির সুর করি তখন তাকে গানটি গাইতে অনুরোধ করি এবং তার প্রতি আমার আস্থা ছিলো। অনুরোধ করি এই অর্থে যে, আমরা প্রত্যেকেই যার যার অবস্থানে শিল্পী এবং প্রত্যেকেই যদি প্রত্যেককে সম্মান করি, তাহলে সার্বিকভাবে আমাদের সঙ্গীতাঙ্গন আরো সুন্দর হবে। আমার প্রত্যাশার চেয়ে লুইপা অনেক ভালো গেয়েছে। অনেক অনেক ধন্যবাদ ধ্রুব গুহকে উদ্যোগী হয়ে গানগুলো করার জন্য।’ ধ্রুব মিউজিক স্টেশন সূত্রে জানা যায় রুনা লায়লা’র জন্মদিন উপলক্ষ্যে একে একে প্রকাশিত হবে আঁখি আলমগীরের কন্ঠে ‘কোথায় রেখেছো আমায়’, তানি লায়লার কন্ঠে ‘কেন হয়ে গেছি পর’ ও হৈমন্তী রক্ষিতের কন্ঠে ‘আকাশে মেঘ জমেছে’ গান তিনটি। তানি লায়লা’র গানটির গীতিকবার গাজী মাজহারুল আনোয়ারের। বাকী দুটো গান কবির বকুলের লেখা। গানগুলোর সঙ্গীতায়োজন করেছেন রাজা ক্যাশেফ। রুনা লায়লা প্রথম সুর করেন আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ সিনেমায়। ‘গল্প কথার ঐ কল্পলোকে জানি’ গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং সঙ্গীতায়োজন করেছেন ইমন সাহা। রুনা লায়লার সুরে এই গানে কন্ঠ দিয়েছিলেন আঁখি আলমগীর। এই গানেরই সুর করে প্রথম সুরকার হিসেবে রুনা লায়লা জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। গত বছর রুনা লায়লার সুরে ‘লিজেন্ড ফর এভার’ অ্যালবামে গেয়েছিলেন আশা ভোসলে, হরিহরণ, রাহাত ফতেহ আলী খান ও আদনান সামী। রুনা লায়লা জানান আরো নতুন কিছু গানের সুর সৃষ্টি করছেন। করোনার কারণে সেসব সুর করা গানের কাজ আপাতত বন্ধ আছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই বিস্তারিত সবাইকে জানান দিবেন রুনা লায়লা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।