Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এ প্রজন্মের শিল্পীদের মৌলিক গান করতে হবে-রুনা লায়লা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

করোনাকালে ঘর থেকে একদমই বের হচ্ছেন না উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লা। ঘরে থেকেই নানা কাজ নিয়ে ব্যস্ত তিনি। গানের সুর করা, গান শোনা, টিভি দেখা ও বই পড়ে তার সময় কাটে। সঙ্গীত নিয়ে চিন্তাভাবনও করেন। এই প্রজন্মের সঙ্গীতশিল্পীদের প্রসঙ্গে তিনি বলেন, দেশে অনেক মেধাবী শিল্পী আছে। তবে তাদেরকে যথাযথভাবে কাজে লাগানো হচ্ছে না। এতে তাদের মেধার বিকাশ ঘটছে না। তারপরও কেউ কেউ নিজের মেধা বিকাশের জন্য নিজের মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদের সাধুবাদ জানা। আমার বিশ্বাস, যেসব মেধাবী শিল্পী আছে, তারা ভালো সুযোগ পেলে নিজেদের মেধা প্রকাশ করতে পারবে। এ জন্য ভালো বিনিয়োগকারী প্রয়োজন। আবার এটাও অস্বীকার করার উপায় নেই, এ প্রজন্মের শিল্পীদের মধ্যে মৌলিক গানের খুব অভাব রয়েছে। নির্দিষ্ট কয়েকটি গানের বাইরে আমাদের করা গানগুলো বেশি গেয়ে থাকে। এটা খারাপ কিছু নয়। তবে শ্রোতাপ্রিয়তা পায় এমন নতুন ও কালজয়ী গান তো করতে হবে। তা নাহলে, আমাদের গান এগুবে কি করে? আমি মনে করি, শিল্পীদের মৌলিক গানের সংখ্যা বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে। নিজেদের যথাযথভাবে তৈরী করেই মৌলিক গানের সংখ্যা বাড়াতে হবে। এতে সঙ্গীতাঙ্গন আরো সমৃদ্ধ হবে, শিল্পীদেরও নিজের আলাদা পরিচিতি সৃষ্টি হবে। রুনা লায়লা বলেন, বর্তমান প্রজন্মের মধ্যে ন্যান্সি, কনা, ইউসুফ, ইমরান, লুইপা, হৈমন্তী, ঝিলিক, কোনাল ভালো করছে। তারা খুব ভালো গায়। নিজেদের প্রতি আরো যত্মশীল হলে তারা আরো ভালো করবে বলে আমার বিশ্বাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রুনা লায়লা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ