Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজের সুরে প্রথম গাইলেন রুনা লায়লা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

দীর্ঘদিন পর নতুন গান গাইলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লা। কবির বকুলের কথায় এবং রাজা কাশেফের সঙ্গীতায়োজনে তিনি এই গান গেয়েছেন। গানটি রুনা লায়লা নিজেই সুর করেছেন। নিজের সুরে রুনা লায়লা প্রথম গাইলেন। গানের কথা হচ্ছে ‘ফেরাতে পারিনি আর তোমাকে এ ভালোবাসায়’। গানটি প্রকাশ করবে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। অনেকদিন পর নতুন গান গেয়ে রুনা লায়লাও ছিলেন বেশ আবেগাপ্লুত। রুনা লায়লা বলেন, ‘অবশ্যই ধন্যবাদ দিতে চাই ধ্রুব গুহ’কে। কারণ তার আগ্রহ না থাকলে এই গান হয়তো করা হয়ে উঠতো না। ধ্রুব সত্যিকারের একজন সঙ্গীত পিপাসু মানুষ। গানেরপ্রতি তার ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। প্রতিনিয়ত আমার গানকেঘিরে তারমধ্যে যে ভালোলাগা আমি দেখেছি, তা শিল্পী হিসেবে আমাকেওবেশ অভিভূত করেছে। যখন গানটি রেকর্ড করা হলো তখন ধ্রুব’র মধ্য যে আনন্দ দেখেছি সেটা আমাকে মুগ্ধ করেছে। আমার বিশ্বাস, আমার নতুন এই গান শ্রোতা দর্শকের মধ্যে অন্যরকম ভালোলাগার সৃষ্টি করবে। কবিরবকুল অসাধারণ একটি গান লিখেছে। আর মিউজিক অ্যারেঞ্জার রাজা কাশেফওঅনেক শ্রম দিয়ে গানটি করেছে। রাজাকে বিশেষ ধন্যবাদ এতো সুন্দর সঙ্গীতায়োজনের জন্য।’ ডিএমএস’র কর্ণধার ও সঙ্গীতশিল্পী ধ্রুব গুহ বলেন, ‘রুনা আপা এই উপমহাদেশের শ্রদ্ধাভাজন শিল্পী। আমাদের দেশের গর্ব। তার সুর করা, তারই কন্ঠের এই গান আমার প্রতিষ্ঠানের জন্য ভালো কাজের দৃষ্টান্ত হয়ে থাকবে বলেই আমি মনে করি।’ প্রতিষ্ঠানটি জানায়, শিগগিরই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করে প্রকাশ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাইলেন রুনা লায়লা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ