Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝুঁকির মুখে জেনেভা শান্তি আলোচনা

সিরিয়ায় সরকারি বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে তীব্র লড়াই শুরু

| প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্ক ও হামার উত্তরাঞ্চলে সরকারি বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে তীব্র লড়াই চলছে। চলতি মাসে বিদ্রোহীদের সবচেয়ে বড় আক্রমণের পর গত বৃহস্পতিবার এ লড়াই শুরু হয়। এর ফলে গতকাল পুনরায় শুরু হওয়া শান্তি আলোচনা বিফল হওয়ার আশংকা বাড়লো। জেনেভায় শুরু হয়েছে এই শান্তি আলোচনা। প্রসঙ্গত, বিগত ১৮ মাস ধরে দেশটিতে ক্রমাগত সামরিক সাফল্য অর্জন করে আসছিল সরকার। গত ডিসেম্বরে বিদ্রোহীদের কবল থেকে আলেপ্পো পুনরায় দখলের মধ্যে দিয়ে যা চূড়ান্ত রূপ পায়। তবে নতুন করে রাজধানীতে শুরু হওয়া এ লড়াই সরকারি বাহিনীর বিজয়কে মøান করে দিতে পারে। আলেপ্পোতে জয় পেলেও একযোগে বিভিন্ন লড়াইয়ের ক্ষেত্রে অর্জন ধরে রাখা কঠিন হয়ে দাঁড়িয়েছে সিরীয় বাহিনীর জন্য। ডিসেম্বরে রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় দেশটিতে অস্ত্রবিরতি বাস্তবায়ন হলেও সা¤প্রতিক লড়াই জেনেভায় শান্তি প্রচেষ্টা নিয়ে আবারো সংশয় সৃষ্টি করেছে। সা¤প্রতিক বৈঠকগুলোয় কিছুটা অগ্রগতির পর গতকাল জেনেভায় সিরিয়া শান্তি আলোচনা পুনরায় শুরু হয়েছে। সিরিয়ার বিরোধী দলগুলোর উচ্চপর্যায়ের মধ্যস্থতা কমিটির (এইচএনসি) মুখপাত্র সালেম আল মুসলেত বলেন, আলোচনার টেবিলে আমরা বিপক্ষের কাছ থেকে গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব আশা করছি। সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার জেনেভা বৈঠকে অংশগ্রহণ করছে। বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে আসাদ সরকারকে সমর্থন করছে রাশিয়া, ইরান ও শিয়া বেসামরিক যোদ্ধারা। এদিকে অস্ত্রবিরতি ভঙ্গের জন্য একে অন্যকে দায়ী করে আসছে উভয় পক্ষ। দামেস্কের জোবারে শিল্পাঞ্চলে সংঘর্ষ তীব্র রূপ লাভ করেছে। মধ্যরাতের পর রাজধানীর কেন্দ্রীয় জেলাগুলোয় লড়াই বৃদ্ধি পেয়েছে বলে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে। সরকারি মিত্র হিজবুল্লাহ পরিচালিত একটি সামরিক গণমাধ্যম ইউনিট জানিয়েছে, গতকাল সকালে জোবারে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে সরকারি বাহিনীকে তীব্র বোমাবর্ষণ করতে দেখা গেছে। রাষ্ট্রীয় টিভির সংবাদে রাজধানীর আবাসিইন জেলার ব্যস্ত রাস্তায় সকালে মানুষ ও গাড়ি চলাচল অনেক কম দেখা গেছে। মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, হামার কাছাকাছি জঙ্গি সংগঠন তাহরির আল শামের নেতৃত্বাধীন বিদ্রোহীরা অগ্রগতি লাভ করেছে। গতকালও অঞ্চলটিতে লড়াই চলতে দেখা গেছে। বুধবার রাতে আক্রমণ শুরুর প্রথম ২৪ ঘণ্টায় ১১টির বেশি শহর ও গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা। এছাড়া হামার কয়েক কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে তারা। এর আগে মঙ্গলবার একটি সিরীয় সামরিক সূত্র অতিরিক্ত সৈন্য হামার উদ্দেশে রওনা দিয়েছে বলে জানায়। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিয়া

১৯ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ