Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আদালতের নির্দেশ অমান্য করে দোকান দখল

| প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা : সৈয়দপুরে আদালতের নির্দেশ অমান্য করে দোকান ঘর দখল ও মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, সৈয়দপুর শহরের শহীদ আব্দুল মজিদ সড়কস্থ মকফর আলীর দোকান ঘরের (রেলওয়ের লাইসেন্স নং-৪৮১) মালিকানা দাবি করে গত ১০ ফেব্রæয়ারি আজিবর রহমান ও তার স্ত্রী ঝর্ণা বেগম লোকজন নিয়ে তালা লাগিয়ে দেন। এ ঘটনায় দোকান ঘরের মালিক অবসরপ্রাপ্ত সেনাসদস্য মকফর আলী গত ১৫ ফেব্রæয়ারি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, নীলফামারীতে একটি পিটিশন মামলা দায়ের করেন। আদালত উভয় পক্ষকে স্ব স্ব অবস্থানে থাকার নির্দেশ দেন এবং স্থানীয় ভ‚মি অফিস থেকে ওই দোকান সম্পর্কে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়। এদিকে আদালতের এ নির্দেশ উপেক্ষা করে আজিবর রহমান ও তার স্ত্রী ঝর্ণা বেগম দলবল নিয়ে দোকানের তালা ভেঙ্গে প্রায় ২০ লাখ টাকার মালামাল নিয়ে যায় এবং দোকান ঘর দখলের অভিযোগ এনে একই আদালতে মকফর আলী ৮ মার্চ আরো একটি মামলা দায়ের করেন। অবসরপ্রাপ্ত সেনা সদস্য মকফর আলী অভিযোগ করে বলেন, অভিযুক্তরা তার কাছে মোটা অংকের টাকা চাঁদাদাবি করে না পেয়ে সুপরিপল্পিতভাবে তার দোকান ঘর দখল এবং বিভিন্ন ভাবে হয়রানী ও ভয়ভীতি অব্যাহত রাখায় তিনি চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আদালতের নির্দেশনা অনুয়ায়ী ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আদালত

২৪ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ