Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলোচনায় কোহলির ফিটনেস, পিচ

| প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : আগামীকাল থেকে ধর্মশালায় শুরু হচ্ছে বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ ও শেষ ম্যাচ। ১-১ ড্রয়ের পর ম্যাচটি অঘোষিতভাবে পরিণত হয়েছে ফাইনালে। সিরিজ নির্ধারণীর এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ভারত শিবিরে ঘুরছে একটাই প্রশ্ন খেলতে পারবেন তো অধিনায়ক বিরাট কোহলি?
রাঁচি টেস্টের প্রথম দিনে বাউন্ডারি ঠেকাতে গিয়ে লাফ দিয়েছিলেন কোহলি, এসময় ডান কাঁধে আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেন। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ছিলেন ড্রেসিংরুমে। তবে নিজেদের প্রথম ইনিংসে চার নম্বরে ব্যাট হাতে ঠিকই নেমেছিলেন। অজি দ্বিতীয় ইনিংসে ফিল্ডিংও করেছিলেন। অবশ্য নিজের নিয়মিত জায়গা কাভার বা মিড উইকেটে নয়, স্লিপে। এর কারণ হতে পারে ভারত সেনাপতি বল ছুড়তে পারছেন না। গতকাল নেটেও ব্যাট করেননি। গায়ে ট্রেনিং জার্সি থাকলেও কাঁধের চারিদিকে ছিল টেপ প্যাচানো। আগামীকালের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন এমন কথা তাই বলা যাবে না। আজ হয়তো নেটে প্রাকটিস করতেও পারেন। একান্তই যদি অধিনায়ককে না পাওয়া যায় সেক্ষেত্রে দলকে নেতৃত্ব দিতে পারেন আজিঙ্কে রাহানে।
চোটের কারণে কোহলির খেলা নিয়ে শঙ্কায় অভিষেক হয়ে যেতে পারে শ্রেয়াস আয়ারের। ব্যাকআপ ব্যাটসম্যান হিসেবে গতকাল দলে নাম লেখানো এই ব্যাটসম্যান আজ ধর্মশালায় দলের সঙ্গে যোগ দেবার কথা। ২২ বছর বয়সি শ্রেয়াসের প্রথম শ্রেণির ক্যারিয়ার বেশ উজ্জ্বল। ৩৮ ম্যাচে ৫৫.১৮ গড়ে রান করেছেন ৩ হাজার ৩৬৬। ৯টি সেঞ্চুরির সঙ্গে আছে ১৬টি হাফ সেঞ্চুরি। ১ হাজার ৩২১ রান করে ২০১৫-১৬ রঞ্জি ট্রফির সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনিই। ২০১৬-১৭ রঞ্জি ট্রফিতে ছিলেন মুম্বাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক (২ সেঞ্চুরিতে ৭২৫ রান)।
শ্রেয়াস গত মাসে হায়দরাবাদে বাংলাদেশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে ভারত ‘এ’ দলের হয়ে করেছিলেন সেঞ্চুরি। এ ছাড়া মুম্বাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে করেন অপরাজিত ডাবল সেঞ্চুরি।
ফাইনাল যুদ্ধের আগে আলোচনায় ধর্মশালার পিচও। গতকালের ‘টাইম্স অব ইন্য়িার’ হেডলাইন ছিল এমন ‘আগুন ঝরাতে পারে ধর্মশালার ঠান্ডা পিচ।’ সাবেক অজি পেসার মিচেল জনসনও তেমনটিই মনে করেন। সেক্ষেত্রে একজন স্পিনারকে বসিয়ে তৃতীয় পেসার খেলাতে পারে অস্ট্রেলিয়া। পিচ কিউরেটন সুনিল চৌহান বলেন, তার পিচ চার ক্ষেতেই হবে অসাধারণ পেস বোলিং, ব্যাটিং, স্পিন বোলিং এবং ফিল্ডিং। পিচ ফিল্ডারদের জন্য পিচ সহায়ক হয় কোন উপায়ে? তা অবশ্য বলেননি সুনিল। তবে আভাস দিয়েছেন, অতিরিক্ত বাইন্স থেকে স্লিপে বেষ্টনী বাড়বে।
হিমালয়ের বুকে ঠান্ডা কন্ডিশনও হতে পারে ম্যাচের জন্য এক গুরুত্বপূর্ণ প্রভাবক। যে কারণে বাতাস থেকেও বাড়তি সহায়তা পেতে পারেন পেসাররা। যে কারণে ভারতও দলে অন্তর্ভুক্ত করেছে বাড়তি পেসার মোহাম্মাদ সামিকে। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে ডান পায়ে আঘাত পাওয়ার পর থেকেই এই পেসার ছিলেন দলের বাইরে। এখন তিনি সুস্থ। বেঙ্গালুর টেস্ট থেকেই অবশ্য দলের সাথেই আছেন তিনি। এর মধ্যে ৫০ ওভারের দুটি ম্যাচও খেলেছেন। বিজয় হাজারের সেই ম্যাচ দুটি থেকে উইকেটও পেয়েছেন সাতটি। দলের বাকি তিন পেসার ভুভনেশ্বর কুমার, ইশান্ত শর্মা ও উমেশ জাদবদের সাথে গতকাল আধাঘন্টারও বেশি নেটে বোলিংও করেছেন ২৬ বছর বয়সী পেসার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আলোচনা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ