Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন দেশাত্মবোধক গান গাইলেন সাবিনা ইয়াসমিন

প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১১:৩৫ পিএম, ২১ মার্চ, ২০১৭

বিনোদন ডেস্ক : নতুন একটি দেশের গানে কণ্ঠ দিয়েছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন। বাংলার মাটিতে লেখা/ কত নাম রক্তাক্ষরে/ মুক্তিযুদ্ধের সে কথা/ বল ভুলে যাই কী করে?/ দেশকে ভালোবেসে যারা/ জীবনটা দিয়ে গেছে হেসে/ তাদেরই জন্য এই মালা/ কথা সুরে গাঁথা স্মৃতি বুকে রাখি ভরে এমন কথার গানটি লিখেছেন সহিদ রাহমান। সুর করেছেন আলাউদ্দীন আলী, সঙ্গীতায়োজন করেছেন মকসুদ জামিল মিন্টু। সাবিনা ইয়াসমিন বলেন, অনেকদিন পর এমন সুন্দর কথায় গান গাইলাম। দেশকে স্বাধীন করার জন্য শহীদ ভাইদের যে ত্যাগ তা তো শোধ করার নয়। তবে এই গানটি আমার পক্ষ থেকে শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। আলাউদ্দীন আলী বলেন, দীর্ঘদিন পর সাবিনা ইয়াসমিনের জন্য সুর করলাম। তাও সহিদের মতো গুণী একজন গীতিকারের কথায়। সবমিলিয়ে এ গানটিও মানুষ মনে রাখবে বলে বিশ্বাস করি। সহিদ রাহমান বলেন, সকল প্রজন্মের বাঙালিদের মধ্যে দেশপ্রেম, মুক্তিযুদ্ধ ও দেশের প্রতি শহীদের অবদানের কথা তুলে ধরতে এই গানটি লিখেছি। আর শিল্পী হিসাবে সাবিনা ইয়াসমিনকে বেছে নেয়ার কারণও এটা। তার গানের ভক্ত নন এমন বাঙালি খুঁজে পাওয়া ভার। আশা করি তার অনেক কালজয়ী গানের মতো এ গানটিও মানুষের মনে অবস্থান করবে। গানটির মিউজিক ভিডিওর কাজও শেষ হয়েছে। ঢাকা এবং ঢাকার বাইরে ভিডিওটির চিত্রধারণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নতুন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ