বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা ব্যুরো : আগামী ১-৬ এপ্রিল সারাদেশে একযোগে উদযাপিত জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে খুলনার ৯ উপজেলার দুই হাজার ২৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫-১৬ বছর বয়সী ৩ লাখ ৮৬ হাজার ৫৪৭ শিশুকে ট্যাবলেট খাওয়ানো হবে। এবারই প্রথম প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি ৫ থেকে ১৬ বছর বয়সী সকল শিশুদেরকে একই নিয়মে বিদ্যালয়ে উপস্থিতির মাধ্যমে সকলকে এক ডোজ মেবেন্ডাজল-৫০০ মি.গ্রা. ট্যাবলেট খাওয়ানো হবে। কৃমি সপ্তাহ পালন উপলক্ষে গতকাল সকালে সিভিল সার্জন অফিসের উদ্যোগে নগরীর স্কুল হেলথ ক্লিনিকে জেলা অ্যাডভোকেসি সভায় এসব তথ্য জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন খুলনা সিভিল সার্জন ডা: এএসএম আবদুর রাজ্জাক। সভায় অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন খুলনা মাধ্যমিক জেলা শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন। ট্যাবলেট খাওয়াতে জেলায় ১১৬টি মেডিক্যাল টিম কাজ করবে। তিনি আরও জানান, ভরা পেটে এ ওষুধ সেবন করাতে হবে। ট্যাবলেটে সাধারণত কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই, তবে কৃমিতে আক্রান্ত শিশুকে খাওয়ানো হলে পেটে ব্যাথা হতে পারে। সেক্ষেত্রে ভয়ের কিছু নেই, শিশুকে দ্রুত সংশিষ্ট স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।