প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : মাঝে বেশ কিছু দিন অভিনয়ে অনিয়মিত ছিলেন নাট্যাভিনেত্রী ডায়না। এখন আবার নাটকে ব্যস্ত হয়ে উঠেছেন। সংসারের পাশাপাশি অভিনয়ে সময় দিচ্ছেন। এরইমধ্যে নতুন পাঁচটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি। এরমধ্যে চারটি ধারাবাহিক বিভিন্ন চ্যানেলে প্রচার হওয়ার মধ্যদিয়ে দর্শকের কাছে বেশ গ্রহণযোগ্যতাও পেয়েছে। ডায়না অভিনীত প্রচার শুরু হওয়া নতুন ধারাবাহিকগুলো হচ্ছে জাহিদ হাসানের ‘ভ্যাগাবন্ড’ ও ‘রাজু ৪২০’, এজাজ মুন্নার ‘আস্থা’ এবং সাগর জাহানের ‘আমাদের হাটখোলা’। চারটি ধারাবাহিকে চারটি ভিন্ন চরিত্রে অভিনয়ে করতে দেখা যাবে। এরমধ্যে কয়েকটি নাটকে ডায়না অভিনীত পর্বের প্রচার শুরু হয়েছে। আবার কিছু নাটকে তার অভিনয়ের পর্ব প্রচারে আসবে শিগগিরই। আবার দেবাশীষ বড়–য়া দীপের ‘আকাশ ছোঁয়া স্বপ্ন’ ধারাবাহিকেও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। চারজন গুণী নির্মাতার পাঁচটি ধারাবাহিক নাটকে অভিনয় করতে পেরে দারুণ আনন্দিত ডায়না। ডায়না অভিনীত প্রথম চলচ্চিত্র খিজির হায়াত খানের ‘জাগো’। এরপর তিনি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর ‘গেরিলা’ এবং সাইফ চন্দনের ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ চলচ্চিত্রে অভিনয় করেন। এরইমধ্যে তিনি নঈম ইমতিয়াজ নেয়ামুলের নির্দেশনায় ‘ভালোবাসা না বাসা’ নাটকের কাজ শেষ করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।