Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন করে ‘দ্য মেট্রিক্স’ নির্মিত হবে

| প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

এই মাস খানেক আগে অভিনেতা কিয়ানু রিভস বলেছিলেন ‘দ্য মেট্রিক্স’ সিরিজটি নির্মাণ হলে তিনি তাতে অভিনয় করতে আগ্রহী। তার সেই আশা বোধ হয় পূরণ হতে চলেছে। কারণ কাল্ট সায়েন্স ফিকশন সিরিজটি নতুন করে শুরু করার প্রস্তুতি চলছে।
ওয়ার্নার ব্রাদার্স জানিয়েছে, ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য মেট্রিক্স’ সিরিজটিকে নতুন করে শুরু করা হবে। দ্য হলিউড রিপোর্টার সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে। সিরিজের রিবুটে কিয়ানু রিভস আর লরেন্স ফিশবার্ন থাকবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। মূল ট্রিলজিতে তারা দুজন যথাক্রমে টমাস অ্যান্ডারসন ওরফে নিও এবং মরফিয়াসের ভূমিকায় অভিনয় করেছিলেন।
স্টুডিওর সূত্র জানিয়েছে, মাইকেল বি. জর্ডানকে নিয়ে ফ্র্যাঞ্চাইজটি নতুন করে শুরু করার কথা ছিল কিন্তু তার আগে ব্যাপক প্রস্তুতি প্রয়োজন।
দুই ওয়াচোস্কি সহোদর (সাবেক ওয়াচোস্কি ব্রাদার্স) লানা (সাবেক ল্যারি) এবং লিলি (সাবেক অ্যান্ডি) ওয়াচোস্কি সিরিজটির সঙ্গে এখন আর সংশ্লিষ্ট নন। এরাই ট্রিলজির কাহিনীকার এবং পরিচালক।
‘জন উইক : চ্যাপ্টার টু’র প্রচারের এক পর্যায়ে কিয়ানু বলেছিলেন ওয়াচোস্কিরা থাকলে তিনি আরেকবার ‘দ্য মেট্রিক্স’ জগতে ফিরতে চান।
স¤প্রতি ‘দ্য মেট্রিক্স’ নিয়ে একটি টিভি সিরিজ নির্মাণের উদ্যোগ নেয়া হলেও তা শেষে পরিত্যক্ত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নতুন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ