বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাগুরা জেলা সংবাদদাতা : মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শরীফ আমিরুল হাসান বুলু গতকাল (শনিবার) দুপুরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৬৭ বছর।
গতকাল দুপুরে তিনি মাগুরা প্রেসক্লাবে পেশাগত কাজে ব্যস্ত ছিলেন। দুপুর পৌনে ১টার দিকে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লে দ্রæত মাগুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুপুর ১টায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সাংবাদিক বুলু শরীফ সাংবাদিকতার পাশাপাশি আইন পেশার সাথে জড়িত ছিলেন। বুলু শরীফ ১৯৭৫ সালে দৈনিক সংবাদ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা পেশা শুরু করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ বেতার, বাংলাভিশন এবং দৈনিক যুগান্তর পত্রিকায় কর্মরত ছিলেন। তিনি দুই কন্যা, এক পুত্র, স্ত্রী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে মাগুরা জেলা ও পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, জেলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন সামাজিক সংগঠন শোক জানিয়েছে। তার মৃত্যুতে প্রেসক্লাবের পক্ষ থেকে তিন দিনের শোক পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।