Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে পাচারকালে সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে তিন তরুণী উদ্ধার, পাঁচ পাচারকারি আটক

| প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা : ভারতে পাচারকালে সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে চট্টগামের তিন তরুণীকে উদ্ধার করেছে স্থানীয় জনতা। এ সময় আটক করা হয়ছে পাঁচ পাচারকারিকে। বৃহস্পতিবার দুপুরে কলারোয়া উপজেলার দমদম বাজার থেকে তাদের উদ্ধার ও আটক করা হয়।
আটককৃত পাচারকারীরা হলো- নোয়াখালি জেলার বেগমগঞ্জ থানার আলাইপুর গ্রামের গোলাম কবিরের ছেলে সাকেরুল ইসলাম ওরফে ইকবাল (৩২), নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার বরুদি গ্রামের মোস্তাফা কামালের ছেলে মামুদুল হাসান সুমন (২৫), ঢাকা ডিএমপির ১০৭ শান্তিবাগ শাহাবাগ এলাকার আক্তারি কামালের ছেলে হাবিবুল্লাহ (২২), শরিয়তপুর জেলার ডামুরডা থানার কানাইকাটি গ্রামের লালচান মিয়ার ছেলে আক্কাজ আলি বাবু (২৮) ও একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে ইব্রাহিম হোসেন (২৫)।
উদ্ধার হওয়া তিন তরুণী হলেন- চট্টগ্রামের সিএমপির বায়োজিদ থানার পাশে তাজু মাস্টারের বাড়ির ভাড়াটিয়া নাহিদা বেগম (২২), সুমি বেগম (১৯) ও আরজু আকতার (১৮)।
উদ্ধার হওয়া তরুণী নাহিদা বেগম জানান, তারা তিনজন কম বেতনে ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন। গত দুই মাস আগে পাচারকারি সাকেরুল কবির ওরফে ইকবাল ও মাহমুদুল হাসান ওরফে সুমনের সাথে পরিচয় হয় তাদের। পরিচয়ের সূত্র ধরে দুই পাচারকারি তাদের তিনজনকে ওমানে নিয়ে বেশি বেতনে চাকরি দেয়ার প্রলোভন দেখায়। একপর্যায়ে গত ১৫ মার্চ রাতে তাদের যশোর আসতে বলা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ