Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

রাজশাহীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত

| প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : রাজশাহীতে পূর্ব শক্রতার জের ধরে সরকারি সিটি কলেজের পেছনে গতকাল দুপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আশরাফুল ইসলাম (৩২) নামে এক জুয়েলারি ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। আহত আশরাফুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আশরাফুল ইসলাম নগরীর সবজীপাড়ার মৃত আলাউদ্দিনের ছেলে। আশরাফুল ইসলামের স্ত্রী পারভিন জানান, প্রতিবেশী শাকিলদের সঙ্গে গলি পথ নিয়ে তাদের সঙ্গে বিরোধ ছিলো। এর আগেও শাকিলরা তার স্বামী আশরাফুল ইসলামকে মারপিট করে। আগের ঘটনায় আদালতে মামলা করা হয়েছে। গতকাল মামলার তারিখ ছিলো। আশরাফুল মামলার তারিখে হাজিরা দিয়ে বাড়ি এসে খাওয়া শেষে সাহেব বাজারে তার জুয়েলারি দোকানে যাচ্ছিলেন। পথে সরকারি সিটি কলেজের পেছনে শাকিলসহ তার সহযোগিরা রাস্তা অবরোধ করে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করায়। তার শরীরে ৫ থেকে ৬টি ছুরিকাঘাতের চিহ্ন আছে। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজশাহী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ