বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাগেরহাট জেলা সংবাদদাতা : বাগেরহাটে আসমা খাতুন নামে এক কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তার বোন ও মা’কে মারপিট করে আহত করেছে দুর্বৃত্তরা। তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। তবে পুলিশ এখনো ওই দুর্বৃত্তদের গ্রেপ্তার করতে পারেনি।
আহতরা হলেন, আসমা খাতুনের মা নুরুনাহার বেগম (৪০) ও তার স্কুল পড়–য়া ছোট বোন নাঈমা ফেরদৌসি সুমি। সে স্থানীয় কান্দাপাড়া এন এন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী এবং কান্দাপাড়া গ্রামের মো. ওসমান আলীর মেয়ে।
আসমার মা নুরুনাহার বেগম অভিযোগ করে বলেন, আমার বড় মেয়ে বাগেরহাট সরকারি পিসি কলেজে পড়ালেখা করে। এবছর সে এইচএসসি পরীক্ষার্থী। বেশ কিছুদিন ধরে কলেজে যাওয়া আসার পথে স্থানীয় রবিউল ইসলাম নামে এক যুবক আমার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। বারবার নিষেধ করা সত্তে¡ও সে একই কাজ করে যাচ্ছিল। সম্প্রতি আমি থানায় তার বিরুদ্ধে অভিযোগ করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে সে আর আমার মেয়েকে উত্ত্যক্ত করবে না বলে প্রতিশ্রুতি দিলে আমি তার বিরুদ্ধে অভিযোগ তুলে নেই। জেল থেকে ছাড়া পেয়ে হঠাৎ সোমবার সন্ধ্যায় ওই ছেলে ও তার পরিবারের সদস্যরা চড়াও হয়ে আমার ছোট মেয়েকে লাঠি দিয়ে মারধর শুরু করে। এসময় আমি ঠেকাতে গেলে ওরা আমাকেও মারধর করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।