Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহী আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে সরগরম কোর্ট চত্বর

| প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : ক’দিন বাদেই রাজশাহী আইনজীবী সমিতির নির্বাচন। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৬ মার্চ। নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছে দুইটি প্যানেল। প্রতিদ্ব›দ্বী দুটি প্যানেলের প্রার্থীরা সাধারণ আইনজীবী ভোটারদের আশীর্বাদ পেতে চালাচ্ছেন নানামুখি তৎপরতা। নির্বাচনকে সামনে রেখে আইনজীবীদের জীবন ও জীবিকার মান উন্নয়নে দিচ্ছেন প্রতিশ্রুতি। বাস্তবায়ন করতে চাইছেন পূর্বের অসম্পূর্ণ কাজ। এর ফলে আদালত পাড়ায় বিরাজ করছে ভোট উৎসব। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী আইনজীবী সমিতির এবারের নির্বাচনে পৃথক দুটি প্যানেলে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। আলাদা দুটি প্যানেলে ৪২ জন এবং পৃথকভাবে আরও ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। প্রতিদ্বন্দ্বীতাকারী প্যানেল দুটি হচ্ছে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত লোকমান আলী-একরামুল হক এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত মোজাম্মেল হক- আফতাবুর রহমান প্যানেল। আগামী ১৬ মার্চ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত এবং দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। ভোটগ্রহণ শেষে রাতে ফল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনার এবিএম মশিউজ্জামান জানান, এবার ২১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে সভাপতি পদে একজন, সহ-সভাপতি তিনজন, সাধারণ সম্পাদক একজন, যুগ্ম সাধারণ সম্পাদক দুইজন, হিসাব সম্পাদক একজন, লাইব্রেরী সম্পাদক একজন, সম্পাদক অডিট একজন, সম্পাদক প্রেস অ্যান্ড ইনফরমেশন একজন, সম্পাদক ম্যাগাজিন অ্যান্ড কালচার একজন এবং সদস্য পদে নয়জন রয়েছেন। নির্বাচনে মোট ৫শ’ ৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মোজাম্মেল হক বলেন, আমরা ধারাবাহিকভাবে আট থেকে দশ বছর নির্বাচিত হচ্ছি। এ জয়ের ধারা অব্যাহত রাখতে চাই। নির্বাচনে আমাদের কিছু প্রতিশ্রæতি রয়েছে। এরমধ্যে প্রবীণ আইনজীবী যারা অবসরে যাবেন তাদের অবসরকালীন টাকা বৃদ্ধি করা। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট একরামুল হক বলেন, সাধারণ আইনজীবীরা যেন নির্বিঘ্নে কোন ধরনের ঝামেলা ছাড়াই প্রাকটিস করতে পারে সে বিষয়টি নিশ্চিত করা হবে। অর্থনৈতিকভাবে সমৃদ্ধশীল আইনজীবী সমিতি গড়তে আমরা প্রতিশ্রæতিবদ্ধ। কিছু সুনির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে আমরা লড়ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজশাহী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ