Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন ধারাবাহিক নাটক মহল্লাবিডি.কম

| প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : মাছরাঙা টেলিভিশনে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘মহল্লাবিডি.কম’। আজাদ আবুল কালামের রচনা ও সৌম্য নজরুলের পরিচালনায় এতে অভিনয় করেছেন আবুল হায়াত, চিত্রলেখা গুহ, লুৎফর রহমান জর্জ, শামীমা নাজনীন, নাঈম, অহনা, আরফান, শতাব্দী ওয়াদুদ, ডা. এজাজ, শাহেদ আলী সুজনসহ আরও অনেকে। রবি ও সোমবার রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হচ্ছে নাটকটি। আলেফ মিয়া আর ইসমাইল গাজী বেচাঁরাম দেউরির একই গলির দুই বাড়িওয়ালা। এক সময়ের দুই বন্ধু এখন ভায়রা ভাই। বিয়ের কিছু দিনের মধ্যে শ্বশুর বাড়ির সম্পত্তি নিয়ে দুই ভায়রা ভাইয়ের দ্ব›দ্ব হয় এবং এক পর্যায়ে মুখ দেখাদেখি বন্ধ। ইসমাইলের চার পুত্র এক কন্যা আর আলেফের দুই কন্যা এক পুত্র। ইসমাইল আলেফ শিক্ষিত না হলেও ছেলেমেয়েদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করেছেন। ইসমাইল গাজির বড় ছেলে পান্না- পাড়ার প্রেসে একটা দুই পাতার পত্রিকা ছাপায়, মহল্লা সংবাদ নামে। এই পত্রিকায় আলেফ মিয়াকে নিয়ে প্রায়শই প্রতীকীভাবে রসাত্মক গল্প ছাপা হয়। এক পর্যায়ে পান্না এই পত্রিকা ছাপতে চায় না। এর একটা ইন্টারনেট সংস্করণ করতে চায় সে যার নাম হবে মহল্লা বিডি.কম। দুই পরিবারের বিবাদমান দ্ব›দ্ব নিরসনে নানা উদ্যোগ নেয় জুম্মন মামা আর মামী। কিন্তু পরিবারের ছেলেমেয়েদের বোকামি আর সরলতা বারবার বাধা হয়- এমন গল্প নিয়ে এগিয়ে যায় নাটকটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নতুন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ