বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে এক কৃষকের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে ওই পরিবারের ৪ জনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। গতকাল শনিবার দুপুরে পৌর এলাকার কেওয়া কড়ইতলী গ্রামে কৃষক রিয়াজ উদ্দিনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহতদেরকে শ্রীপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, পৌর এলাকার কড়ইতলী গ্রামের কৃষক নুরুল ইসলামের সাথে একই এলাকার আমান, আমিরুল, মনির, ছফুরা, আফছানার জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। তাদের নেতৃত্বে একদল ভাড়াটে দা, লাঠি, নিয়ে কৃষকের বসত বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর চালিয়ে নগদ ২ লাখ টাকা নিয়ে যায়। এসময় বাধা দিতে গেলে দশম শ্রেণির ছাত্র রিয়াজ উদ্দিন (১৬), ৬ষ্ঠ শ্রেণির ছাত্র রাকিব (১১), রাহিমা খাতুন (৪৫), সিরাজ উদ্দিন (২৭) আহত হয়। অভিযুক্তদের সাথে যোগাযোগ করে পাওয়া যায়নি। এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।