Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

শ্রীপুরে স্কুল ছাত্রী অপহৃত ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

| প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

শ্রীপুর উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত ১১টার সময় অপহরণকারীরা ওই ছাত্রীর মুক্তিপণ হিসেবে তার অভিভাবকের কাছে মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহৃতা উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ইজ্জতপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। ১৮ ফেব্রæয়ারি শনিবার দুপুরে টিফিনের সময় স্কুলের সামনে থেকে সে অপহৃত হয়। এ ব্যাপারে ছাত্রীর বড় ভাই হুমায়ুন কবির বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা গেছে, তার বোন স্কুলে যাতায়াতের সময় প্রায় সময়ই কালিয়াকৈর উপজেলার খলিশাদানী গ্রামের বাদশা মিয়ার পুত্র আনোয়ার হোসেন (২৩) উত্যক্ত করত। শনিবার দুপুরে স্কুলের টিফিনের সময় আনোয়ার তার আরও দুইজন সহযোগী নিয়ে একটি প্রাইভেটকার যোগে ওই ছাত্রীকে গাড়িতে তুলে নিয়া যায়। ছাত্রীর পরিবারের লোকজন ও আত্মীয় স্বজনেরা তাকে খোঁজাখুঁজি করা অবস্থায় রাত ১১টার দিকে সাকিব পরিচয় দিয়ে ০১৭৮৯১৩৬৫৪৯ নাম্বার থেকে ছাত্রীর দুলাভাই মো: সালাউদ্দিনের মোবাইল ফোনে (০১৯২২১১৬১৪৬) ফোন করে মুক্তিপণের ৫ লাখ টাকা দাবি করে। এ ব্যাপারে শ্রীপুর মডেল থানার দায়িত্বরত ডিউটি অফিসার জানান, অভিযোগটি তদন্তের জন্য পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রীপুর

২০ সেপ্টেম্বর, ২০১৯
২৪ ডিসেম্বর, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ