রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গাজীপুরের শ্রীপুরে পৃথক স্থান থেকে প্রবাসীসহ এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৮ সেপ্টেম্বর বুধবার রাতে পৌর এলাকার কেওয়া পূর্ব খন্ড গ্রাম থেকে প্রবাসী মোবারক হোসেন (৩৫) ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে। খবর পেয়ে শ্রীপুর থানার এস.আই নয়ন ভূইয়া নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করেন। নিহত মোবারক ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার লামুক্তা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
সে প্রায় দুই মাস আগে পৌরশহরের কেওয়া পূর্ব খন্ড গ্রামের রফিক উদ্দিনের বাড়ীতে ভাড়ায় থাকত এবং কাতার প্রবাসী ছিল। এদিকে ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের লোহাইবাজার এলাকায় ফার্মেসী ব্যবসায়ী আমিনুল ইসলাম (৩২) সিলিং ফ্যানের সাথে স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। নিহত আমিনুল ইসলাম নরসিংদী জেলার শিবপুর থানার সৈয়দনগর গ্রামের ডা: করিম ভূইয়ার পুত্র। সে তার পরিবার নিয়ে ওই এলাকার আফাজ মোক্তারের বাড়ীতে ভাড়ায় থাকত। শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তারা উভয়েই অভিমান করে আত্মহত্যা করে থাকতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।