নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা গল (শ্রীলঙ্কা) থেকে : গল এ চতুর্থ ইনিংসে ৯৯’র বেশি চেজ করে জেতার অতীত নেই। চতুর্থ ইনিংসে সর্বোচ্চ স্কোর ৩০০ পর্যন্ত ব্যর্থতায় পর্যবশিত হয়েছে। তাই বাংলাদেশকে চতুর্থ ইনিংসে ৪৫৭ রানের চ্যালেঞ্জ দিয়ে অনেকটাই নির্ভার ছিলেন লংকান অধিনায়ক হেরাথ। এমনকি চতুর্থ দিনে বৃষ্টির তোপে এক সেশনের খেলা ভেসে যাওয়ায় কিংবা বাংলাদেশের ওপেনিং পার্টনারশিপের অবিচ্ছিন্ন ৬৭ রানেও বোলারদের উপর রেখেছিলেন ভরসা। গল টেস্টে বাংলাদেশকে ২৫৯ রানে হারিয়ে সে কথাই বলেছেন হেরাথ ‘প্রথম জুটিতে ৬৭ রানে তারা দারুণ শুরু করেছে। একে তো শেষ দিন, তার উপরে ৪র্থ ইনিংসে ব্যাটিং, এটাই তাদেরকে চাপের মুখে ফেলে দিয়েছিল। লাকসান এবং সান্দাকানের উপর ভরসা ছিল। ৪৫০ রানের টার্গেট সহজ নয়, এ বিশ্বাস ছিল। শেষ দিনে কাজটা সহজ নয়। সাড়ে চারশ’র মতো লিড ছিল আমাদের। এই টার্গেটে তিন স্পিনারের বিপক্ষে বিপক্ষে খেলা কঠিন। দিলরুয়ান এবং সান্দাকান যথেষ্ট সাপোর্ট দেয়ায় তাদের ৪শ’র টার্গেট কঠিন করে দিয়েছে।’
গল এর উইকেট ৫ম দিনেও একই আচরণ করায় বোলারদের কাজটা কঠিন হয়েছে, তা জানিয়েছেন লংকান অধিনায়ক ‘৫ম দিনের উইকেটে স্পিনারদের জন্য করণীয় কিছুই ছিল না। ধারণা করছিলাম শেষ দিকে উইকেট থেকে কিছু একটা পাব, কিন্তু উইকেটটি এখনো দারুণ দেখাচ্ছে। বোলাররা আসলেই বল ভাল করেছে। এর কৃতিত্ব অবশ্যই তাদেরকে দিতে হবে। উইকেটে যখন কিছুই করণীয় ছিল না, তখন তারা ভাল করায় এই পুরস্কার পেয়েছি। তবে ধৈর্য ধারন করে বাংলাদেশ ব্যাটসম্যানরা ব্যাটিং করতে ব্যর্থ হয়েছে, খালি চোখে অন্যদের মতোও তা ধরা পড়েছে হেরাথের ‘মুশফিক, সৌম্য ভাল ব্যাট করেছে। তবে তাদের ধৈর্য ধারন করা উচিৎ ছিল।’ বাংলাদেশের তিন পেসার নিয়ে খেলার সিদ্ধান্তে বিস্মিত হননি লংকান অধিনায়ক ‘ম্যাচ শুরুর আগে আমি নিজেও ভেবেছিলাম এই ধরনের উইকেটে তিন বোলারের জন্য কিছু একটা থাকবে। লাহিরু এবং সুরঙ্গা যখন ভাল করেছে, তাতে তিন বোলার নিয়ে খেলার সিদ্ধান্তে ভুলের কিছুই দেখছি না।’
সিরিজের প্রথম ম্যাচ জয়ে সিরিজ জয়ের দিকে থাকছে চোখ, তা জানিয়েছেন তিনি ‘সিরিজে শুরুটা ভাল করতে পারাই গুরুত্বপূর্ণ। আমরা যা করতে পেরেছি, তাতেই খুশি। জয়ের মনস্থির নিয়েই দ্বিতীয় টেস্ট খেলতে পারব।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।