Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার ক্যামেরার পেছনে জিজি হাদিদ

| প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ক্যামেরার সামনে পোজ দিতেই অভ্যস্ত সুপারমডেল জিজি হাদিদ। কিন্তু ভি ম্যাগাজিনের তাকে নিয়ে একটি স্প্রেডের জন্য এবার তিনি নিজেই ক্যামেরার পেছনে অবস্থান নিলেন।
এই ব্রিটিশ সুপারমডেলের ‘একান্ত জগতে অন্তরঙ্গ দৃষ্টিপাত’ শীর্ষক এক ফোটোশুটে তিনি নিজেই ক্যামেরার ভিউফাইন্ডারে চোখ রেখেছিলেন। তার বিষয়বস্তুর মধ্যে আলোকচিত্রী, অভিনেত্রী, ফ্যাশন সাময়িকীর সম্পাদক আর ফ্যাশন ডিজাইনাররাও ছিলেন।
হাদিদ যাদের ছবি তোলেন তাদের মধ্যে ছিলেন- আলোকচিত্রী মারিয়ো তেস্তিনো, অভিনেত্রী সাশা লেইন এবং ডিজাইনার অলিভিয়ে রুস্তেং। পরে তাদের সঙ্গে যুক্ত হন ভি ম্যাগাজিনের সম্পাদক স্টিফেন গ্যান।
জিজি হাদিদের স্প্রেডসমৃদ্ধ ভি ম্যাগাজিনের এই সংখ্যাটি প্রকাশিত হবে ১ মে। এতে আরও থাকবে কার্ল লাগারফেল্ড, টমি হিলফিগার এবং ডোনাটেলা ভারসাচির মতো ডিজাইনারদের ছবি। এই চিত্রমালাতে আরও থাকবে জিজির বোন বেলা।
এ ছাড়াও তিনি ভার্সেস ভারসাচি শীর্ষক এক কার্যক্রমে তার প্রেমিক যেইন মালিকের সঙ্গে অংশ নিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এবার

২২ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ