প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফজলুর রহমান বাবু অভিনয়ের পাশাপাশি নাট্যদল ‘আরণ্যক’-এ অভিনয়ের শুরু থেকেই গান গাইতেন। ফলে অভিনেতা পরিচয়ের বাইরেও গায়ক হিসেবে বাবুর বেশ সুনাম ছিলো। বিশেষ করে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ চলচ্চিত্রে গান গাওয়ার পর গায়ক হিসেবে বাবুর পরিচিতি ব্যাপকভাবে বেড়ে যায়। স্টেজ শো’তেও তার ডাক আসতে থেকে দেশ-বিদেশ থেকে। এবার ইটালির পাঁচটি শহরে ফজলুর রহমান বাবু সঙ্গীত পরিবেশন করতে যাচ্ছেন। তারসঙ্গে যাচ্ছেন প্রতীক হাসানও। তারা দু’জন একইমঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন। বাবু বলেন, ‘এর আগে বাংলা থিয়েটারের হয়ে এবং বৈশাখী মেলায় ইটালিতে গিয়েছিলাম। এবার যাচ্ছি সঙ্গীত পরিবেশন করতে। তাই এবারের অনুভূতি একেবারেই ভিন্ন। সঙ্গে আছে প্রতীক হাসান। যাকে আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি, ভালোবাসি। আশা করছি, আমাদের এবারের ইটালি সফরটি অনেক ভালো হবে। ইটালিতে বসবাসরত বাংলাদেশীরা আমাদের গানে মুগ্ধ হবেন এমনটাই আশা রাখছি।’ প্রতীক হাসান বলেন, ‘বাবু কাকা একজন গুণী অভিনেতা, খুব ভালো একজন গায়কও বটে। আমার একজন শ্রদ্ধাভাজন অভিভাবকও তিনি। একসাথে ইটালি যাচ্ছি আমরা-এটা সত্যিই আমার জন্য অনেক ভালোলাগার। আশা করছি, এবারের ইটালি সফর অনেক আনন্দের হবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।