Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজ্ঞাপনচিত্রে জুটি হলেন জাহিদ হাসান ও মৌসুমী

| প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বিজ্ঞাপনে একসঙ্গে মডেল হলেন চিত্রনায়িকা মৌসুমী ও অভিনেতা জাহিদ হাসান। তারা জুটি হয়ে মডেল হয়েছেন আরএফএল ইলেক্ট্রনিক্স লিমিটেডের (আরইএল) পণ্য ভিশন রেফ্রিজারেটরের। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন নাফিস রেজা। গত সোমবার তেজগাঁওয়ে অবস্থিত কোক স্টুডিওতে টিভিসিটির শুটিং হয়েছে। আরএফএল ইলেকট্রনিক্সের বিক্রয় ও বিপণন মহাব্যবস্থাপক মাহবুবুল ওয়াহিদ বলেন, অনেক চমক নিয়ে বিগ বাজেটে নির্মিত হয়েছে বিজ্ঞাপনটি। ভিশন রেফ্রিজারেটরকে ক্রেতাদের কাছে নতুনভাবে তুলে ধরবেন জাহিদ হাসান ও মৌসুমী। নির্মাতা নাফিস রেজা জানান, শিগগিরই বিজ্ঞাপনটি বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচারে আসবে। উল্লেখ্য, গত বছরের শেষদিকে অভিনেতা জাহিদ হাসান ভিশন ইলেক্ট্রনিক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হন। সেই চুক্তির অংশ হিসেবেই তিনি এই বিজ্ঞাপনটিতে কাজ করছেন। এদিকে মৌসুমী ও জাহিদ হাসান একসঙ্গে নাটক-টেলিফিল্মে জুটি বেঁধে অভিনয় করলেও বিজ্ঞাপনে প্রথমবারের মতো জুটি হয়েছেন। প্রজাপতি নামে একটি সিনেমায়ও তারা জুটি হয়েছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৌসুমী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ