Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়া শজিমেকে ইন্টার্ণদের অঘোষিত কর্মবিরতি

| প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বগুড়া অফিস : বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চার ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে রোগীর লোকদের মারপিট করার ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পর বৃহষ্পতিবার রাত থেকে তারা অঘোষিত কর্মবিরতি শুরু করছে। কর্মবিরতির বিষয় নিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক গতকাল শুক্রবার বিকেল ৪টায় জরুরী সভা আহ্বান করেছেন।
গতকাল শুক্রবার দুপুরে হাসপাতাল ঘুরে দেখা যায়, সেখানে কর্মরত চিকিৎসকরা কাজ করলেও ইন্টার্ন চিকিৎসকরা কাজে যোগদেন নি। চিকিৎসকরাই বাড়তি কাজ করে যাচ্ছেন।
সার্জারি বিভাগের সহকারী রেজিস্টার ডাক্তার খালিদ আব্বাস খান জানান, ইন্টার্ন চিকিৎসকরা সকাল থেকেই হাসপাতালে আসেনি। তবে তাদের অনুপস্থিতিতে চিকিৎসার কাজে কোন ব্যাঘাত ঘটছে না। আমরা কর্তৃপক্ষের নির্দেশে অতিরিক্ত দায়িত্ব পালন করে যাচ্ছি।
বগুড়া মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মাসুদ আহসান জানান, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির বিষয়টি তারা আমাকে জানায় নি। তবে তাদের উপস্থিতি একেবারেই কম। উদ্ভুদ পরিস্থিতি মোকাবেলায় বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চিকিৎসা সেবা সঠিক ভাবে হচ্ছে কিনা সে জন্য দু’টি মনিটরিং টিম গঠন করা হয়েছে। বিকেল ৪ টায় এ বিষয়ে জরুরী সভা আহ্বান করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বগুড়া

২২ ফেব্রুয়ারি, ২০২২
২১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ