বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বেনাপোল অফিস: মাদক ও জঙ্গিমুক্ত যশোর জেলা প্রতিষ্ঠার লক্ষ্যে গতকাল শুক্রবার দুপুরে বেনাপোলে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে পুলিশের খুলনা বিভাগীয় ডিআইজি এসএম মনিরুজ্জামান বিপিএম, পিপিএম বলেছেন, মাদকের সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি, পুলিশ কেউই রেহাই পাবে না। এক সপ্তাহের মধ্যে জঙ্গি ও মাদক ব্যবসায়ীদের পুলিশের কাছে আত্মসমর্পন করতে হবে। আগামী একশ’ দিনের মধ্যে যশোর জেলাকে মাদক ও জঙ্গিবাদ মুক্ত করা হবে।
দুপুর সাড়ে বারোটার দিকে বেনাপোল হাইস্কুল মাঠে সমাবেশ ও গণমিছিল বের হয়। এতে পুলিশ ও কমিউনিটি পুলিশের সদস্যদের পাশাপাশি রাজনীতিক, সমাজকর্মী, সাংবাদিক ও পেশাজীবীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান পিপিএম বিপিএম সমাবেশে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন বেনাপোল পৌর সভার মেয়র আশরাফুল আলম লিটন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম, প্রেসক্লাব বেনাপোলের সভাপতি আলহাজ মহসিন মিলন ও বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ মফিজুর রহমান সজন। অনুষ্ঠান পরিচালনা করেন বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।