নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ান তরুণ ক্রিকেটার ফিল হিউজ মারা যাওয়ার পর ক্রিকেট মাঠে কারও মাথায় বল লাগলেই ভয়ের একটা শীতল স্রোত নেমে যায় মেরুদন্ড বেয়ে। আর ফুটবল মাঠে কেউ অজ্ঞান হলেই পেয়ে বসে অজানা আতঙ্ক। গেলপরশু রাতে দিপোর্তিভো লা করুনা আর অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচের সময় এমনই এক আতঙ্ক পেয়ে বসেছিল দর্শকদের। প্রতিপক্ষের মিডফিল্ডার অ্যালেক্স বেরগানতিনোসের সঙ্গে ধাক্কা খেয়ে খুব বাজেভাবে মাঠে পড়ে গিয়েছিলেন ফার্নান্দো তোরেস। জ্ঞানও হারিয়েছিলেন। তবে অ্যাটলেটিকো মাদ্রিদ জানিয়েছে, স্প্যানিশ এই স্ট্রাইকার এখন সুস্থ। মাথার বড় কোনো চোটের ভয় আর নেই।
ম্যাচের তখন ৮৫ মিনিট। দিপোর্তিভোর সীমানায় একটি হেড দেয়ার জন্য লাফিয়ে উঠেছিলেন তোরেস। সেই সময়ই ধাক্কা লাগে বেরগানতিনোসের সঙ্গে। পাশে থাকা সতীর্থরা দ্রæতই তার শুশ্রষা শুরু করেন। এগিয়ে আসে দিপোর্তিভোর খেলোয়াড়েরাও। কিছুক্ষণ পর স্ট্রেচারে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে। সেখান থেকে সোজা হাসপাতালে।
চেলসি ও লিভারপুলের সাবেক স্ট্রাইকার এখন ভালো থাকার কথা টুইটারে নিজেই জানিয়েছেন। ৩২ বছর বয়সী তারকা বলেছেন, একটু বেশি ভয়ই পেয়ে গিয়েছিলেন, ‘এটা শুধু ভয় ছিল। দ্রæতই ফিরব বলে আশা করি।’ সিমিওনে একই খবর দিয়েছেন, ‘পুরো অ্যাটলেটিকো পরিবার ভয় পেয়ে গিয়েছিল। তবে তার জ্ঞান ফিরেছে।’ তোরেসও সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, ‘আমাকে নিয়ে ভাবার জন্য সবাইকে ধন্যবাদ।’ তোরেস সুস্থ আছেন বলে খুব ভালো লাগছে বেরগানতিনোসের, ‘সে খুব ভালো আছে। সে আমাকে শান্ত থাকতে বলেছে। আর বলেছে এমন ঘটনা ফুটবলে ঘটতেই পারে।’
তোরেসের অবস্থা জানাতে গিয়ে এই ম্যাচের ফল চাপাই পড়ে গেল। দিপোর্তিভোর মাঠ থেকে ১-১ গোলে ড্র করে ফিরেছে অ্যাটলেটিকো। কিন্তু এমন ঘটনার দিনে ফল নিয়ে আর কেই বা ভাবে! পিছিয়ে পড়ার পর অ্যাটলেটিকো ড্র এনে দেয়া গোলটি করা আঁতোয়ান গ্রিজমানও খুশি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।