Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাবার লেখা গান গাইতে পারা সৌভাগ্যের বিষয়-দিঠি

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২২, ১২:২৮ এএম

প্রকাশিত হতে যাচ্ছে সঙ্গীতশিল্পী দিঠি আনোয়ার নতুন দু’টি গান। তার নতুন দু’টি গান লিখেছেন তার বাবা গাজী মাজহারুল আনোয়ার। গান দু’টির সুর সঙ্গীত করবেন আহমেদ কিসলু। প্রকাশ করবে জি-সিরিজ। দিঠি আনোয়ার বলেন, ‘আব্বুর গান নিয়ে বিশেষভাবে কথা বলার কিছু নেই। তার লেখা গান এই দেশের মহারথী শিল্পী থেকে শুরু করে এই প্রজন্মের অনেক শিল্পী গেয়েছেন। কারো কারো কাছে আব্বুর লেখা একটি গান নিজের কন্ঠে তুলে নিতে পারা সৌভাগ্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি তার সন্তান হিসেবে অবশ্যই গর্ববোধ করি। কারণ, আমার বাবা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বাবাদের একজন। আমি তার সন্তান। বাবার লেখা গান দিয়েই গানের ভুবনে আমার যাত্রা শুরু। আমি নিজেও বাবার লেখা গান বেশি বেশি করতে চাই। কিন্তু সবসময় সেই সুযোগ হয়ে উঠেনা। জি-সিরিজের আগ্রহের কারণেই আব্বুর লেখা নতুন দু’টি গান করতে পারছি। আশা করি, গানগুলো প্রকাশিত হলে শ্রোতা-দর্শকের ভীষণ ভালোলাগবে। এদিকে আগামী ঈদের পর আবারো চ্যানেল আইতে দিঠির উপস্থাপনায় তার বাবার লেখা গান নিয়ে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘পালকি’র কাজ শুরু হবে। আরটিভিতে সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান ‘এই রাত তোমার আমার’ অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপক তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাবার লেখা গান গাইতে পারা সৌভাগ্যের বিষয়-দিঠি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ