Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কানাডার চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের চার সিনেমা

| প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: কানাডার ষষ্ঠ টরন্টো দক্ষিণ এশীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আগামী ১১ মে। চলবে ২২ মে পর্যন্ত। উৎসবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশের ৪টি সিনেমা ভুবন মাঝি, মাটির প্রজার দেশে, লাইভ ফ্রম ঢাকা ও গোপন। এছাড়া থাকছে কয়েকটি স্বল্পদৈর্ঘ্যরে সিনেমা। উৎসবে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের ১৫টি ভাষার শতাধিক সিনেমা প্রদর্শিত হবে। সরকারি অনুদানে নির্মিত ও ফাখরুল আরেফিন খান পরিচালিত ভুবন মাঝি বাংলাদেশে আজ মুক্তি পাচ্ছে। মুক্তিযুদ্ধের পটভ‚মিতে নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়, ঢাকার অপর্ণা ঘোষ, মাজনুন মিজান প্রমুখ। ইতোমধ্যে একাধিক উৎসবে প্রশংসিত হয়েছে বিজন ইমতিয়াজ পরিচালিত মাটির প্রজার দেশে। এতে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, আব্দুল্লাহ রানা, কচি খন্দকার প্রমুখ। আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত লাইভ ফ্রম ঢাকায় অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার, তানভীর আহমেদ চৌধুরী ও তাসনোভা তামান্না। আশরাফ শিশিরের গোপন-এ অভিনয় করেছেন সুমনা সোমা, ক্যাটরিনা লাবণ্য, ভারতের কাবেরী রায় প্রমুখ। এ সিনেমা দুটিও দেশের বাইরে একাধিক উৎসবে প্রদর্শিত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কানাডা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ