Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাসদের বিক্ষোভ

| প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বগুড়া অফিস : গতকাল (মঙ্গলবার) বেলা ১১টায় বাসদ বগুড়া জেলা শাখার উদ্যোগে গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকায় সিপিবি-বাসদের হরতালের সমর্থনে এবং সারাদেশে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে সাতমাথায় মিছিল শেষে এক সমাবেশ বাসদ বগুড়া জেলা আহ্বায়ক অ্যাডঃ সাইফুল ইসলাম পল্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বাসদ জেলা সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল, বাসদ জেলা সদস্য মাসুদ পারভেজ, দিলরুবা নূরী, শহিদুল ইসলাম, রাধা রানী বর্মন, ছাত্র নেতা মাসুকুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিইআরসি গত ২৩ ফেব্রুয়ারি গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছেন। এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকায় অনুষ্ঠিত হরতালে পুলিশ ন্যক্কারজনকভাবে ৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। নেতৃবৃন্দ এই গ্রেফতারের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানান। মূল্যবৃদ্ধির ফলে গ্রাহকদের ৪ হাজার ১শ’ ৮০ কোটি টাকা বেশি দিতে হবে। নেতৃবৃন্দ অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানান এবং জনগণকে এই মূল্যবৃদ্ধির প্রতিবাদের আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বগুড়া

২২ ফেব্রুয়ারি, ২০২২
২১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ