Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

নতুন সংগঠন বাংলাদেশ সিনে স্টার ফোরাম

| প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দেশের সংস্কৃতির প্রকাশ, বিকাশ ও চলচ্চিত্রের বৃহত্তর স্বার্থে খুব শিগগিরই ‘বাংলাদেশ সিনে স্টার ফোরাম’ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটছে। ১৯৫৬ সালে ঢাকায় নির্মিত ও মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি ‘মুখ ও মুখোশ’ থেকে শুরু করে ১৯৮০ সাল পর্যন্ত চলচ্চিত্রের প্রথম ২৫ বছরের তারকা শিল্পী ও কলাকুশলীদের নিয়ে এ সংগঠনটি গঠিত হচ্ছে। সংগঠনে নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা, প্রযোজক-পরিচালক, সঙ্গীত পরিচালক, সম্পাদক, চিত্রগ্রাহক, শিল্প নির্দেশক, নৃত্য পরিচালকসহ আরো অন্যান্য বিভাগের সে সময়ের সমাদৃত ও আলোচিত ব্যক্তিবর্গ সংগঠনের সদস্য থাকবেন।
নায়করাজ রাজ্জাকের জন্মদিনের অনুষ্ঠানে তার গুলশানের বাসায় অনেক চলচ্চিত্রের অনেক গুণীজন উপস্থিত ছিলেন। সেখানে পুরনো দিনের তারকাদের নিয়ে একটি সংগঠন করার প্রস্তাব দেন চলচ্চিত্র ব্যক্তিত্ব শফি বিক্রমপুরী। পরবর্তীতে তিনি সৈয়দ হাসান ইমাম, আমজাদ হোসেন, গাজী মাজহারুল আনোয়ার, কবরী সারোয়ার, সোহেল রানা, সাবিনা ইয়াসমিন, সৈয়দ আব্দুল হাদী, কোহিনুর আক্তার সুচন্দা, আজাদ রহমান, নাসিমা খান, আজিজুর রহমান, সুজাতা, খুরশীদ আলম, নাজমুল হুদা মিন্টু, ইলিয়াস কাঞ্চন, এটিএম শামসুল হুদা, একেএম জাহাঙ্গীর খান, আহসানউল্লাহ মনিসহ অনেক শিল্পী কুশলীদের সাথে এই বিষয়ে আলাপ-আলোচনা করেন। তারা সবাই এই উদ্যোগকে স্বাগত জানান এবং দ্রæত এর কার্যক্রম শুরুর ব্যাপারে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
জানা যায়, পরবর্তীতে ১৯৮১ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত এ দশ বছরে যে সব নতুন শিল্পী ও কুশলী আত্মপ্রকাশ করে তারাও পর্যায়ক্রমে এ সংগঠনের সদস্য হতে পারবেন। চলতি মাসের মাঝামাঝি সময়ে পুরনো ঢাকার একটি অভিজাত হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির ঘোষণা দেবেন বলে এর অফিস সেক্রেটারী চলচ্চিত্র পরিচালক চঞ্চল বড়ুয়া জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নতুন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ