Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় মশাল জেহাদি বই লিফলেটসহ ৫ শিবির নেতাকর্মী গ্রেফতার

| প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বগুড়া অফিস : বগুড়ায় পুলিশের বিশেষ অভিযানে নাশকতার প্রস্তুতিকালে বেশ কিছু বাঁশের লাঠির মশাল, জেহাদি বই,লিফলেট ও ব্যক্তিগত রিপোর্ট বইসহ পাঁচ শিবির নেতা কর্মী গ্রেফতার হয়েছে। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা হলো, বগুড়া সদরের রায়নগর এলাকার সামছুল হকের ছেলে আতিকুর রহমান (২২), একই এলাকার বাদশা মিয়ার ছেলে এহসানুল কবির বাপ্পি (২২), মোস্তাফিজার রহমানের ছেলে সাফিউল ইসলাম (২২), বগুড়ার শিবগঞ্জ উপজেলার সুদানপুরের আতাউর রহমানের ছেলে মেহেদি হাসান (২২) ও মাছুম বিল্লার ছেলে সাব্বির রহমান (১৮)।
বগুড়া সদর থানার ইন্সপেক্টর আসলাম আলী জানান, গতকাল মঙ্গলবার সকাল ৮ টার দিকে উপরোক্ত শিবির নেতা কর্মীরা বগুড়া সদরের চাঁদপুর স্বতন্ত্র এবতেদায়ি মাদরাসায় নাশকতার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে পাঁচটি বাঁশের লাঠির মশাল (মাথায় কেরোসিন তেল দিয়ে পেচানো) ১০/১২টি জেহাদি বই,লিফলেট ও ব্যক্তিগত রিপোর্ট বই সহ পাঁচ শিবির নেতা কর্মীকে গ্রেফতার করা হয়।
ইন্সপেক্টর আসলাম আলী জানান, গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)’র ডাকে ঢাকা মহানগরে অর্ধদিবস হরতাল চলছিল। ওই হরতাল ও সারাদেশে পরিবহন ধর্মঘটকে কেন্দ্র করে উপরোক্ত শিবির নেতা কর্মীরা বগুড়ায় নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। নাশকতার প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেফতার করে। এ ব্যাপারে বগুড়া সদর থানায় মামলা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বগুড়া

২২ ফেব্রুয়ারি, ২০২২
২১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ