বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দাউদকান্দি উপজেলা সংবাদদাতা : গ্যাসের দাম বৃদ্ধিতে জনজীবন আরো বিপর্যস্ত হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও মুক্তিযুদ্ধের সংগঠক ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ক্ষমতার অতিলোভে সরকার বেহুঁশ হয়ে পড়েছে। জনগণের পকেট কেটে রাজস্ব বাড়ানোর অযৌক্তিক পদক্ষেপ নিচ্ছে। সরকার গরিব মানুষদেরও ভ্যাটের আওতায় এনেছে। জনগণ এমনিতেই অর্থনৈতিকভাবে ত্রাহি অবস্থায় রয়েছে। আবারো গ্যাসের দাম বৃদ্ধি জনগণের জন্য ‘মড়ার উপর খাড়ার ঘাঁ’। গ্যাসের দাম বাড়ানোর ফলে সরকারের পছন্দের কিছু লোক লাভবান হবে ঠিকই, কিন্তু জনজীবন আরো বিপর্যস্ত হয়ে পড়বে। দুই ধাপে গ্যাসের দাম বাড়ানোর নামে সরকার জনগণের সাথে তামাশা করেছে। গ্যাসের দাম বাড়িয়ে সরকার প্রমাণ করেছে, জনগণের প্রতি তাদের কোনো দায়িত্ব নেই, দয়া-মায়া নেই। কারণ তারা জনগণের সরকার নয়। জনস্বার্থে অবিলম্বে এই গণবিরোধী ও অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানান বিএনপির এই নীতিনির্ধারক নেতা।
ড. মোশাররফ গত শনিবার কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বিলকিস মোশাররফ বালিকা উচ্চবিদ্যালয় মাঠে ড. মোশাররফ ফাউন্ডেশনের ১৫ বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে এখন গণতন্ত্র ও সুশাসন অনুপস্থিত। সরকারের দু:শাসন আর ব্যর্থতা সকল ক্ষেত্রে। আইনশৃঙ্খলা বলতে কিছু নেই। এক বিভীষিকাময় অবস্থা বিরাজ করছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জনগণ আ.লীগকে আর ভোট দেবে না। তাই সুষ্ঠু নির্বাচন দিতে সরকার ভয় পাচ্ছে। দেশে গণতন্ত্র ও জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন অবাধ, সুষ্ঠু নির্বাচন। আর তাই সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের দাবি এখন গণদাবিতে পরিণত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ড. মোশাররফ ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বিলকিস আকতার হোসেন, পরিচালক খন্দকার মাহবুব হোসেন, ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজ গভর্নিং বডির সভাপতি ড. খন্দকার মারুফ হোসেন। অন্যদের মধ্যে বক্তৃতা করেন ফাউন্ডেশনের সদস্য মো: সাদেক হোসেন, নূর মোহাম্মদ সেলিম, ভিপি জাহাঙ্গীর আলম, আরিফ মাহামুদ, ভিপি সাহাব উদ্দিন ভূইয়া ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট নাজমুল হুদা প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।