Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়া শজিমেকে রোগীর স্বজনদের মারপিটের ঘটনায় তদন্ত শুরু

তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি

| প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

মহসিন রাজু, বগুড়া থেকে : বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের মারপিট করার ঘটনায় তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। গতকাল শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি শজিমেকে গিয়ে তদন্ত কাজ শুরু করেছে। কমিটি শনিবার ঢাকা থেকে সড়ক পথে বগুড়ায় আসার পথে সিরাজগঞ্জ নেমে রোগীর স্বজনদের সঙ্গে দেখা করে ঘটনা সম্পর্কে তাদের বক্তব্য শোনেন। রোগী আলাউদ্দিনের স্বজনরা ইন্টার্নি চিকিৎসকদের দ্বারা মারপিটের ঘটনার বর্ণনা আব্দুর রউফ ও তার দুই বোন বিস্তারিত তুলে ধরেন তদন্ত কমিটির নিকট। এছাড়া ঘটনার সময় উপস্থিত রোগীর নিকট আত্মীয় ২ ব্যক্তিরও সাক্ষ্য নিয়েছে কমিটি। এরপর তদন্ত কমিটি দুপুর সাড়ে ১২টায় শজিমেকে আসে। তদন্ত কমিটি দৈনিক সমকালের স্থানীয় সাংবাদিক এসএম কাউসার, দৈনিক যুগান্তরের বগুড়া ব্যুরো প্রধান নাজমুল হুদা নাসিম ও চ্যানেল টোয়েন্টিফোরের বগুড়া প্রতিনিধি ফরহাদ শাহীর নিকট থেকে ওই দিনের ঘটনার লিখিত বক্তব্য নিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বগুড়া

২২ ফেব্রুয়ারি, ২০২২
২১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ