Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনা গণঅবস্থান চলাকালে বক্তারা বিদ্যুৎ উৎপাদনের বহু বিকল্প আছে সুন্দরবনের বিকল্প নেই

| প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : রামপালে ওরিয়ন প্রকল্পসহ শতাধিক ভূমিগ্রাসী-বনগ্রাসী বাণিজ্যিক প্রকল্প ধ্বংস করতে যাচ্ছে বাংলাদেশের রক্ষাকবচ সুন্দরবন। দেশ-বিদেশের বিশেষজ্ঞ সিদ্ধান্ত এবং জনমত অগ্রাহ্য করে, মিথ্যাচার এবং দমন-পীড়নের ওপর ভর করে মহাজোট সরকার ভারতের এনটিপিসিসহ দেশি-বিদেশি লুটেরাদের স্বার্থে রামপাল প্রকল্পের কাজ এগিয়ে নিচ্ছে। তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল (শনিবার) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর পিকচার প্যালেস মোড়ে অনুষ্ঠিত এক গণঅবস্থান চলাকালে জাতীয় কমিটির নেতৃবৃন্দ এসব কথা বলেন। গণঅবস্থান ও সংহতি সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় কমিটির খুলনা জেলার সভাপতি ডা. মনোজ দাস এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোস্তফা খালিদ খসরু। এ সময় বক্তৃতা করেন, কেন্দ্রীয় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পদক সাইফুল হক, কেন্দ্রীয় কমিউনিস্ট পার্টির সদস্য রুহিন হোসেন প্রিন্স প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ