বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরিশাল ব্যুরো : বরিশালের ঐতিহাসিক চরমোনাই দরবার শরীফে জুমার নামাজ বাদ আম বয়ানের মাধ্যমে তিন দিনব্যাপী ফাল্গুনের বার্ষিক ওয়াজ-মাহফিল গতকাল শুরু হয়েছে। লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে শুরু হওয়া এ মাহফিলে উদ্বোধনী আম বয়ান করেন চরমোনাই পীর ছাহেব আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
এই মাহফিলকে ঘিরে দেশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিদের আগমন ঘটেছে। দেশের বাইরে থেকেও বিপুল সংখ্যক মুসল্লি চরমোনাই মাহফিলে অংশগ্রহণ করেছেন। তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের আনুষ্ঠানিকতা হয়েছে বাদ জুমা থেকে। চরমোনাই ময়দানে কয়েক লাখ মুসলমান একসাথে আদায় করেছেন জুমার নামাজ। এতে ইমামতি করেন চরমোনাই পীর ছাহেব আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। আম বয়ানে দেশ ও জাতীর শান্তি কামনা করে পীরছাহেব বলেনÑ শুধু মাহফিলে আসলেই হবে না, সার্বক্ষণিক জিকিরে-ফিকিরে আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহ’র সান্নিধ্য পেতে হলে সবার আগে ঈমানকে মজবুত করতে হবে। কলবে আল্লাহ’র জিকির ধারণ করতে হবে। দুনিয়ার আরাম-আয়েশ ভুলে গিয়ে জিকির এবং ঈমানের সাথে চলাফেরা করলে আল্লাহর সান্নিধ্য লাভ সম্ভব বলে স্মরণ করিয়ে দেন তিনি।
চরমোনাই’র এ মাহফিলকে ঘিরে বরিশাল নগরীর প্রতিটি লঞ্চ ও ট্রলারঘাটে আওয়ামী লীগ নেতা এবং ইজারাদারদের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিদের যাতে করে জিম্মি না হতে হয়, সে জন্য ঘাট ইজারাদারদের প্রতিনিধিরা সার্বক্ষণিক দেখভালের দায়িত্ব পালন করছেন।
মাহফিলে মুসল্লিদের আসা-যাওয়ার সুবিধার্থে মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র নির্দেশে ঘাটের ইজারাদার এবং মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য-বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল মুসল্লিবাহী ট্রলার খাজনার আওতামুক্ত করে দিয়েছেন।
পাশাপাশি ট্রলারে জনপ্রতি ভাড়া ২০ টাকা থেকে কমিয়ে ১৫ টাকায় নিয়ে আসা হয়েছে। অর্থাৎ বিআইডবিøউটিএ’র লঞ্চঘাটে প্রবেশ টিকিট মওকুফ করে দেয়া হয়েছে। নগরীর দপদপিয়া এলাকায় ট্রলার ঘাট এবং শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুতে মুসল্লিবাহী বাসের টোল মুক্ত করে দেয়া হয়েছে। প্রত্যেকটি ঘাট এবং টোলঘরে ইজারাদারদের পাশাপাশি চরমোনাই’র মুজাহিদ কমিটির সদস্যরা সার্বক্ষণিক দেখভালের কাজ করছেন।
আগামী সোমবার বাদ ফজর পীর ছাহেবের বিদায়ী বয়ানের পরে আখেরি মোনাজাতের মাধ্যমে এবারের মাহফিলের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।