বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নেত্রকোনা জেলা সংবাদদাতা : নেত্রকোনা জেলা বিএনপির সহ-সভাপতি, মদন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ এম এ হারেছ (৭০) হৃদরোগে আক্রান্ত হয়ে গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, পাঁচ ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের লোকজনের মাঝে শোকের ছায়া নেমে আসে। গতকাল (বৃহস্পতিবার) বাদ জোহর উপজেলা পরিষদ প্রাঙ্গণে তার জানাযা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, সাধারণ সম্পাদক ড্যাব নেতা ডা. আনোয়ারুল হকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।