Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাগবির বিশাল বহর দোহা যাচ্ছে!

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এবার বাংলাদেশ রাগবির বিশাল বহর যাচ্ছে কাতারের দোহায়। সেখানে ৩ ও ৪ মার্চ অনুষ্ঠিত হবে এশিয়া রাগবি সেভেনস ট্রফি টুর্নামেন্ট। এগারো দেশের এ টুর্নামেন্টে খেলবে বাংলাদেশও। আসরে অংশগ্রহণের সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ করেছে বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়ন)। ২১ সদস্যের লাল-সবুজের বহরে রয়েছেন ১১ খেলোয়াড়ের সঙ্গে কোচ, কর্মকর্তা ও সাংবাদিকসহ আরও দশজন। বাংলাদেশ দলের নেতৃত্বে থাকছেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সচিব অশোক কুমার বিশ্বাস। বিশাল বহর প্রসঙ্গে রাগবি ফেডারেশনের (ইউনিয়ন) সাধারণ সম্পাদক মৌসুম আলী বলেন, ‘এই দলের ১১ খেলোয়াড়ের জিও (সরকারি আদেশ) এবং কোচ-কর্মকর্তাসহ বাকি ১০ জনের জিও হয়েছে আলাদা আলাদাভাবে। দলের খেলোয়াড়রা ছাড়া বেশিরভাগই যাবেন নিজের খরচে। দোহায় থাকা-খাওয়ার ব্যবস্থা করবে এশিয়ান রাগবি ফেডারেশন।’ তবে মৌসুম আলীর দেয়া তথ্যের সাথে মিলছে না যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব সিরাজুছ ছালেকীন স্বাক্ষরিত প্রজ্ঞাপণ। সেখনে খেলোয়াড় ছাড়া বাকি দশজনের কাতার সফরের আদেশের বলা হয়েছে, ‘টুর্নামেন্টে অংশগ্রহণবাবদ এনএসসি হতে ৩ লাখ টাকা দেয়া হবে। বাকি ব্যয়ভার বহন করবে বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়ন)’।
বুধবার জিও পেয়েছেন দশজন। এরা হলেন : দলনেতা-অশোক কুমার বিশ্বাস (সচিব, এনএসসি), সহকারী দলনেতা-আবদুল্লাহ আল জহির (সভাপতি, বাংলাদেশ রাগবি ফেডারেশন), ম্যানেজার- সাইদ আহমেদ ( যুগ্ম সম্পাদক, রাগবি ফেডারেশন), কোচ মো. আব্দুল কাদের, ফিজিও- মো. নাজমুল হাসান, কর্মকর্তা- মীর মো. ইমাম হোসেন (সহ-সভাপতি, রাগবি ফেডারেন), মো. আনিসুজ্জামান, দীন ইসলাম (কর্মকর্তা, রাগবি ফেডারেশন) এবং সাংবাদিক-চৌধুরী রাহাত কবির মেনন (বার্তা প্রযোজক, ৭১ টিভি) ও মো. নাবিল কায়সার (নিউজ রুম এডিটর, ৭১ টিভি)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যাচ্ছে

১৬ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ