মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শীত মৌসুম আসার সাথে সাথে ইউরোপে কোভিড-১৯ এর নতুন ঢেউ শুরু হচ্ছে বলে সতর্ক করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই সময় টিকা নিয়ে বিরক্তি ও সংশয় বুস্টার ডোজ গ্রহণকে সীমিত করতে পারে বলে জানিয়েছেন তারা। করোনার ওমিক্রন ভেরিয়েন্টের সাবভেরিয়েন্ট বিএ ৪/৫ এবার গ্রীষ্মে ব্যাপক হারে সংক্রমণ ঘটিয়েছে। এখনও বেশিরভাগ সংক্রমণের পিছনে এই সাবভেরিয়েন্টটি রয়েছে। কিন্তু ওমিক্রনের আরও সাবভেরিয়েন্ট শক্তিশালী হওয়া শুরু করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কর্মকর্তারা চলতি সপ্তাহে জানিয়েছেন, ওমিক্রনের শত শত নতুন রূপ বিজ্ঞানীরা শনাক্ত করছেন। বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ৩২ হাজার ৭৫৪ জন ও মৃত্যু হয়েছে এক হাজার ৭৮২ জনের। যে সংখ্যা ছিল ছয় লাখ ৫৩ হাজার ৮৬৯ জন ও দু’হাজার ৩৮৮ জন। একই সাথে সুস্থ হয়েছেন তিন লাখ ৭৫ হাজার ২১০ জন। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬২ কোটি ৬১ লাখ ছয় হাজার ২৬০ জন। এছাড়া করোনায় মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৫৯ হাজার ৫৯৫ জনের। আর মোট সুস্থ মানুষের সংখ্যা ৬০ কোটি ৫৫ লাখ ৯৮ হাজার ৯৪৭ জন। এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ৮৫ লাখ ২৩ হাজার ১৬৮ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৮৭ হাজার ৬৫৫ জন। তালিকায় আক্রান্তে দ্বিতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে চার কোটি ৪৬ লাখ নয় হাজার ২৫৭ জন। এছাড়া মৃত্যুতে তৃতীয় স্থানে আছে দেশটি। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৭৭৮ জনের। তালিকায় আক্রান্তে তৃতীয় স্থানে আছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৫৭ লাখ ৬৬ হাজার ৩৫৭ জন। মোট মৃত্যু হয়েছে এক লাখ ৫৫ হাজার ৪২২ জনের। এছাড়া ব্রাজিল আক্রান্তে চতুর্থ আর মৃত্যুতে দ্বিতীয় স্থানে আছে। আক্রান্ত হয়েছে মোট তিন কোটি ৪৭ লাখ ৫৭ হাজার ২৫৭ জন। আর মৃত্যু হয়েছে ছয় লাখ ৮৬ হাজার ৮৪৯ জনের। রয়টার্স, ওয়ার্ল্ডোমিটার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।