Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পারলেন না জিদানও

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ‘এস্তাদিও ডি মেস্তালা’ রিয়াল মাদ্রিদ ভক্তদের জন্য এক ভয়ের নাম। ২০১৪-১৫ মৌসুমে এই মাঠে হেরেই থেমেছিল কার্লো আনচেলত্তির টানা ২২ ম্যাচের জয়রথ। পরের মৌসুমে এই মাঠে হেরেই বহিষ্কার হয়ে ছিলেন রাফায়েল বেনিতেজ। এবার ‘অজেয়’ তকমা পাওয়া জিদেদিন জিদানও হার মানলেন একই মাঠে। পরশু ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে হেরে গেছে জিদানের রিয়াল।

ট্রান্সফার ফির রেকর্ড গড়ে রিয়ালে পা রাখা খেলোয়াড় জিদানেরও এই মাঠে অভিষেক হয়েছিল হার দিয়ে। এবারের হারের ব্যাখ্যা বের করা একটু বেশিই কঠিন। বিশেষ করে বর্তমান ভ্যালেন্সিয়ার বিপক্ষে। ব্যর্থতার দ্বায়ে চলতি মৌসুমেই তিনবার কোচ বদলেছে দলটি। ২২ ম্যাচে মাত্র ৩১ গোলে পয়েন্ট তালিকাতেও তার ছিল পনেরো নম্বরে (এই জয়ের পর ১৬ নম্বরে)। সেই দলের কাছে হারতে হয়েছে মাত্র ১০ মিনিটের ঝড়ে। বার্সেলোনা থেকে ধারে খেলতে আসা মুনির এল হাদ্দাদির ভাসিয়ে দেয়া বল নিয়ন্ত্রণে নিয়ে পঞ্চম মিনিটে দুর্দান্ত ভলিতে দলকে এগিয়ে নেন সিমোনে জাজা। আর নবম মিনিটে জাজার বাড়ানোর বলে ব্যবধান ২-০ করেন ইতালি ফরোয়ার্ড ফাবিয়ান ওরেয়ানা। ২০০৩ সালের পর এই প্রথম শুরুর দশ মিনিটে দুই গোলে হজম করল রিয়াল। ৫ মিনিট পর হাদ্দাদির শট মার্সেলো না ঠেকালো আরো কঠিন পরিস্থিতিতে পড়তে হতো লস বø্যাঙ্কোসদের। জিদানের মুখেও তাই শুরুর দশ মিনিটের হতাশা, ‘রিয়াল মাদ্রিদ ম্যাচ হেরেছে প্রথম দশ মিনিটেই। আমরা একটু বেশিই আলগা ও অসাবধান ছিলাম।’ এ নিয়ে শেষ দশ ম্যাচে রিয়ালের জয় মাত্র ৫টিতে।
বিরতির ঠিক আগ মুহূর্তে মার্সেলোর ক্রস থেকে হেডের মাধ্যমে ব্যবধান কমান ক্রিশ্চিয়ানো রোনালদো। ৬২তম মিনিটে হামেস রড্রিগুয়েজকে তুলে গ্যারেথ বেল নামেন আক্রমণে ধার বাড়ানোর জন্যে। শেষদিকে চার ফরোয়ার্ড নিয়ে প্রাণপণ চেষ্টা করে রিয়াল। শুধু গোলের দেখাই মেলেনি। জিদান অবশ্য অভিযোগ করতে পারেন ৫৪তম মিনিটে রোনালদোকে বক্সে ফেলে দেয়ায় রেফারি পেনাল্টি না দেয়াকে। সেক্ষেত্রে ভ্যালেন্সিয়াও একই অভিযোগ আনতে পারেÑ দুই-দুবার তাদেরকে পেনাল্টিবঞ্চিত করেছে রেফারি।
সাথে আরো একটা দুঃসংবাদ আছে বার্নবুভক্তদের জন্যে। বাঁ-ঊরুর মাংসপেশী ছিড়ে যাওয়ায় আগামী চার ম্যাচ রাফায়েল ভারানেকে পাবে না রিয়াল। ফলে আগামীকাল ভিয়ারিয়ালের মতো কঠিন প্রতিপক্ষের ম্যাচে তো বটেই এছাড়া লা লিগায় লাস পালমাস ও এইবার এবং চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির বিপক্ষে ফিরতি লেগে খেলতে পারবেন না এই ফরাসি ডিফেন্ডার।
রিয়ালের জন্য যা হতাশার, চীরপ্রতিদ্ব›দ্বী বার্সেলোনার জন্য তা স্বস্তির। ২২ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে অবশ্য শীর্ষেই আছে রিয়াল। এক ম্যাচ কম খেলায় ব্যবধানটাও আগের মতোই রয়েছে। বার্সা ও সেভিয়ার পয়েন্ট যথাক্রমে ৫১ ও ৫৯। কাল তাই কয়েক ঘন্টার জন্য হলেও পয়েন্ট তালিকার শীর্ষে উঠার সুযোগ থাকছে বর্তমান চ্যাম্পিয়নদের সামনে। কিন্তু ছন্দহারা দলের প্রতিপক্ষের নাম যে অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচও হবে সেই ভিসেন্তে ক্যালডেরনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জিদান

৯ জানুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ