Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বার্নাব্যু ছাড়ছেন জিদান!

‘আজ রিয়ালে, কাল পরিবর্তন হতেও পারে’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২০, ১২:০১ এএম

রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যাচ্ছেন জিনেদিন জিদান- এমন গুজব অনেক দিনের। বিষয়টি আরও ডালপালা মেলার আগেই সব গুঞ্জনে পানি ঢেলে দিয়ে রিয়াল কোচ জানিয়ে দিলেন জুভেন্টাসে যাওয়া হচ্ছে না তার। তবে আগামী মৌসুমে যে রিয়াল মাদ্রিদেই থাকবেন সে ব্যাপারেও নিশ্চিত নন তিনি!

খবর চাউর ছিল, এই গ্রীষ্মেই মাওরিসিও সারিকে সরিয়ে জুভেন্টাসের কোচ হবেন জিদান। কারণ এই ক্লাবেই একটা সময় খেলোয়াড় হিসেবে দাপিয়েছেন ৫টি বছর। সেখান থেকে ২০০১ সালে যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদে। খেলা ছাড়লেও দুই ক্লাবের সঙ্গেই তার সম্পর্কটা অটুট! জিদানের সামনে এমন প্রশ্ন আসতেই দ্রæততার সঙ্গে জবাব দেন, ‘না, না, কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি। আর এ ব্যাপারেও আমি কিছু জানি না। তবে আপনারা বুঝতেই পারছেন বিষয়টা, মানুষ অনেক কিছুই বলে।’

তবে পরের মৌসুমে রিয়াল মাদ্রিদেই থাকবেন, এই নিশ্চয়তা দিতে পারেননি জিদান। ভবিষ্যৎ প্রশ্নে বলেছেন, ‘এই ক্লাব আমাকে সমর্থন করে, এতে সন্দেহ নেই। যারা এখানে কাজ করে তাদেরসহ আমাদের লক্ষ্য একই। কিন্তু এর পরেও সবাই জানে, বিষয়গুলো কীভাবে কাজ করে থাকে। আমি আজকে রিয়াল মাদ্রিদ হিসেবে কোচ আছি, কাল এর পরিবর্তন হতেও পারে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জিদান

৯ জানুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ