Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন টেলিফিল্ম নির্মাণ করলেন সম্রাট

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: অভিনেতা ও নাট্যনির্মাতা খালিদ হোসেন সম্রাটের পরিচালনায় নির্মিত হয়েছে টেলিফিল্ম মুখোশের অন্তরালে। এতে গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন অরুণা বিশ্বাস ও নাদিয়া নদী। গাইবন্ধার একটি সত্য ঘটনার অবলম্বনে আংশিক পরিবর্তন করে রানা জাকারিয়া রচনা করেছেন ‘মুখোশের অন্তরালে’ টেলিফিল্মটি। এরইমধ্যে রাজধানীর অদূরে পূবাইলে টেলিফিল্মটির শূটিং সম্পন্ন হয়েছে। সম্রাট বলেন, ‘সবসময়ই ভালো স্ক্রিপ্ট নিয়ে কাজ করার চেষ্টা করি। শুধু বিনোদনের জন্যই নয়, আমার নির্মাণ কাজ দেখে যেন দর্শক কিছু শিখতে পারেন সেদিকটাও বিবেচনায় রাখি। এবারই প্রথম আমার নির্দেশনায় অরুণা ম্যাডাম এবং নাদিয়া নদী অভিনয় করেছেন। আমি তাদের অভিনয়ে মুগ্ধ।’ অরুণা বিশ্বাস বলেন, ‘সম্রাটকে সেই ছোটবেলা থেকেই চিনি, জানি। খুব বিনয়ী একটি ছেলে। তার বাবা নায় রাজের আদর্শই তার মাঝে দেখেছি। এবারই প্রথম তার নির্দেশনায় কাজ করেছি। সম্রাট যে এতো ভালো কাজ করে আমার জানা ছিলো না। বেশ গুছানো একটি ইউনিটে কাজ করেছি। কাজটি নিয়ে আশাবাদী আমি।’ নাদিয়া নদী বলেন, ‘আমি অনেক কৃতজ্ঞ সম্রাট ভাইয়ের প্রতি যে তিনি আমাকে একটি ভালো কাজে সম্পৃক্ত থাকার সুযোগ দিয়েছেন।’ সম্রাট জানান শিগগিরই টেলিফিল্মটি চ্যানেল আইতে প্রচার হবে। টেলিফিল্মে আরো যারা অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, জিয়া, রিমু রোজা খন্দকার, শ্যামল মাওলা, আশিক চৌধুরী প্রমুখ। এদিকে কানাডা থেকে ফিরে মনতাজুর রহমান আকবরের নির্দেশনায় অরুনা বিশ্বাস ‘দুলাভাই জিন্দাবাদ’ চলচ্চিত্রে অভিনয় করছেন। তার অভিনীত প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘পরম্পরা’ সম্প্রতি প্রচার শেষ হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নতুন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ