Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন ধারাবাহিকে স্নিগ্ধা শ্রাবণ

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: ছোটপর্দায় এই প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে সম্ভাবনাময় অভিনেত্রী স্নিগ্ধা শ্রাবণ। সকাল আহমেদের নির্দেশনায় স্নিগ্ধা নতুন ধারাবাহিক ‘বাবুই পাখির বাসা’তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। এরইমধ্যে স্নিগ্ধা অভিনীত এই ধারাবাহিকটি এটিএন বাংলায় প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৯.১৫ মিনিটে প্রচার শুরু হয়েছে। স্নিগ্ধা শ্রাবণ বলেন, ‘সকাল ভাইয়ার প্রতি কৃতজ্ঞ যে তিনি আমাকে ধারাবাহিকটিতে খুব চমৎকার একটি চরিত্রে কাজ করার সুযোগ করে দিয়েছেন। নাটকে যারা আমার সহশিল্পী আছেন তারা প্রত্যেকেই আমাকে খুব সহযোগিতা করছেন। নাটকটিতে অভিনয় করে আমি তৃপ্ত।’ এদিকে এরইমধ্যে স্নিগ্ধা সৈয়দ শাকিলের নির্দেশনায় নতুন ধারাবাহিক নাটক ‘সোনার শেকল’-এর কাজ শুরু করেছেন। স্নিগ্ধা বলেন, ‘এর আগে শাকিল ভাইয়ের শান্তি অধিদপ্তর নাটকে কাজ করেছি। কাজটি করে নতুন অভিনেত্রী হিসেবে বেশ সাড়া পেয়েছি আমি। নতুন ধারাবাহিকটির চরিত্র নিয়ে আমি বেশ সন্তুষ্ট। আশাকরি এই ধারাবাহিকটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।’ ২০১২ সালের শেষপ্রান্তে ‘দৃষ্টিপাত নাট্যসংসদ’র সাথে নিজেকে সম্পৃক্ত করেন স্নিগ্ধা শ্রাবণ। এই দলের হয়ে দুটি মঞ্চ নাটকে অভিনয় করেন। একটি ‘নাগর আলীর কিচ্ছা’, অন্যটি ‘কয়লা রঙ্গের চাদর’। এতে তার অভিনয় প্রশংসিত হয়েছে। স্নিগ্ধার ইচ্ছা চলচ্চিত্রে কাজ করার। এ জন্য অভিনয়ে নিজেকে পারদর্শী করে তুলছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নতুন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ