Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ট্রান্সজেন্ডারদের বাথরুম ব্যবহারে প্রেসিডেন্ট বারাক ওবামার জারি করা বিধিমালা বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার বিধিটি বাতিলে নির্দেশনা জারি করে ট্রাম্প প্রশাসন। বার্তা সংস্থা খবরটি নিশ্চিত করে বলেছে, ২০১৬ সালের মে মাসে ওবামা সরকারি স্কুলগুলোতে ট্রান্সজেন্ডার শিক্ষার্থীদের বাথরুম ব্যবহারের বিধিমালাটি জারি করেছিলেন। এ সিদ্ধান্তের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে চলমান ট্রাম্পবিরোধী বিক্ষোভ আরও জোরালো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত বুধবারই কয়েকশ’ মানুষ হোয়াইট হাউসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন। খবরে বলা হয়, বিধিমালা অনুসারে ট্রান্সজেন্ডার শিক্ষার্থীরা তাদের লিঙ্গীয় পছন্দমতো ছেলে বা মেয়েদের বাথরুম ব্যবহারের অধিকার পেয়েছিলেন। এমনিতেই বিধিটি দেশটির আদালতের নির্দেশনায় বাস্তবায়ন স্থগিত ছিল। এর মধ্যেই আদালতের চূড়ান্ত নির্দেশনার অপেক্ষা না করেই ওবামার বিধিটি বাতিল করল ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের মুখপাত্র শ্যান স্পাইসার জানান, আদালতে মামলা থাকায় হোয়াইট হাউস বিধিটি বাতিল করেছে। তবে দেশটির জাস্টিস ডিপার্টমেন্ট এ বিষয়ে সরাসরি কোনও অবস্থান এখনও জানায়নি। তবে দেশটির অ্যাটর্নি জেনারেল এক বিবৃতিতে জানিয়েছেন, ওবামার নির্দেশনায় দেশটির আইন যথাযথভাবে মানা হয়নি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হোয়াইট হাউসে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ