Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

হোয়াইট হাউসে বসার প্রথম ৩০ দিনের মধ্যেই আইএস গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

সামরিক বাহিনীর সম্প্রসারণের অঙ্গীকার রিপাবলিকান প্রার্থীর

প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, হোয়াইট হাউসে বসার প্রথম ৩০ দিনের মধ্যেই আইএসকে গুঁড়িয়ে দেয়া হবে। এ সংক্রান্ত তার পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, আরো শক্তি অর্জনের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠায়ও আশাবাদী তিনি। নির্বাচনে জয়ী হলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর আরো সম্প্রসারণেরও অঙ্গীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প। আরো স্থলসেনা, নৌসেনা, বিমান ও যুদ্ধজাহাজ চান তিনি। এছাড়া নতুন পররাষ্ট্রনীতির বিষয়ে তার প্রস্তাবের পুনরুল্লেখ করেন। গত বুধবার ফিলাডেলফিয়ায় প্রদত্ত এক বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থকে ত্বরান্বিত করা, আঞ্চলিক স্থিতিশীলতা বাড়ানো এবং বিশ্বে উত্তেজনা কমানোর ওপর গুরুত্ব দিয়ে আমি এক নতুন পররাষ্ট্রনীতির প্রস্তাব করছি। এর জন্য ব্যর্থ নীতি নিয়ে পুনরায় চিন্তাভাবনার প্রয়োজন রয়েছে। এদিকে মার্কিন সামরিক বাহিনীর বর্তমান ও সাবেক কর্মকর্তা যেসব ভোটার রয়েছেন তাদের বেশিরভাগেরই সমর্থন পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এনবিসি ও সার্ভে মাঙ্কির সর্বশেষ জরিপে উঠে এসেছে এমন চিত্র। এই ভোটারদের মধ্যে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের চেয়ে ১৯ পয়েন্ট এগিয়ে রয়েছেন ট্রাম্প। হিলারির প্রতি ৩৬ শতাংশ সমর্থনের বিপরীতে ট্রাম্প উপভোগ করছেন ৫৫ শতাংশ সমর্থন। জরিপে অংশ নেয়া ৩২ হাজারেরও বেশি নিবন্ধিত ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ইতোপূর্বে সামরিক বাহিনীতে কাজ করা এবং বর্তমানে কর্মরত তিন হাজার ৩৫৮ জন ভোটার। গত মঙ্গলবার ৮৮ জন অবসরপ্রাপ্ত জেনারেল ও অ্যাডমিরাল ট্রাম্পকে সমর্থন দিয়ে একটি চিঠি লেখেন। এরপর বুধবার হিলারি ক্লিনটনের প্রচারণা শিবির জানায়, অবসরপ্রাপ্ত অন্য ৯৫ জন জেনারেল ও অ্যাডমিরাল হিলারিকে সমর্থন জানিয়েছেন। বিবিসি, এনবিসি।




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হোয়াইট হাউসে বসার প্রথম ৩০ দিনের মধ্যেই আইএস গুঁড়িয়ে দেবেন ট্রাম্প
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ