Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

হোয়াইট হাউসে আমন্ত্রিত হতে পারেন কিম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুন, ২০১৮, ১২:০০ এএম

সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে আসন্ন সম্মেলন ভালোভাবে শেষ হলে তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণের বিষয়ে বিবেচনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, উত্তর কোরিয়ার নেতাকে হোইট হাউসে আমন্ত্রণ জানাতে পারি। ১২ জুনের সম্ভাব্য ওই সম্মেলনের বিষয়ে বৃহস্পতিবার নিজের দফতরে জাপানের প্রধানমন্ত্রী শিনেজো অ্যাবের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এই মন্তব্য করেছেন। কোরীয় যুদ্ধের পরিসমাপ্তি ঘটানো ওই সম্মেলনের সবচেয়ে সহজ অংশ বলে মন্তব্য করে সাংবাদিকদের তিনি বলেন, তারপরে যা ঘটবে তা খুবই গুরুত্বপূর্ণ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে উত্তর কোরিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা হচ্ছে জানিয়ে ট্রাম্প বলেছেন, ‘সর্বোচ্চ চাপ’ প্রত্যয়টি তিনি আর ব্যবহার করতে চান না। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর অ্যাবে সাংবাদিকদের জানান, নাগরিকদের নিয়ে জাপানের উদ্বেগের কথা ট্রাম্পকে বোঝাতে পেরেছেন বলে আত্মবিশ্বাসী তিনি। ১৩টি অপহরণের ঘটনা উত্তর কোরিয়া স্বীকার করলেও সত্যিকার সংখ্যা জানা যায়নি বলে দাবি করেছে বিবিসি। হোয়াইট হাউসে অ্যাবে জানান, অপহরণ সমস্যা দ্রুত সমাধানে উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি কথা বলতে চান তিনি। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ