Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রফির লড়াইয়ে ফিরল ওয়াল্টন সেন্ট্রাল জোন

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

নাইমের ২০তম সেঞ্চুরি ষ মøান হলো নাহিদুলের ১০ উইকেট
বিশেষ সংবাদদাতা : প্রথম তিন রাউন্ড শেষে মাত্র ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তলানীতে অবস্থান ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়াল্টন সেন্ট্রাল জোনের। চতুর্থ রাউন্ডে এসে ঘুরে দাঁড়িয়েছে দলটি। ফতুল্লায় প্রথম ইনিংসে ১১৭ রানের লিড নিয়ে জয়ের স্বপ্ন দেখতে থাকা ওয়াল্টন সেন্ট্রাল জোন চতুর্থ ইনিংসে ইসলামী ব্যাংক ইস্টকে ৪০০ রানের টার্গেট দিয়ে শুভাগতহোমের বোলিংয়ে (৪/৪৬) ২২৭ রানের জয়ে বিসিএলে শিরোপা লড়াইয়ে ফিরেছে।
তৃতীয় দিনের স্কোরের (২৬৬/৫) সঙ্গে ১৬ রান যোগ করে (২৮২/৭ডি.) ওয়ালটন ইনিংস ঘোষণা করলে ম্যাচ বাঁচানোর জন্য ইসলামী ব্যাংক ইস্টের লক্ষ্য দাঁড়ায় দিনের অবশিষ্ট ৮৫ ওভার পার করা। সেই লক্ষ্য পাড়ি দিতে পারেনি দলটি। শুরুতে দুই পেসার শরীফ (২/১৯), কামরুল ইসলাম রাব্বী (২/৪০), পরবর্তীতে অফ স্পিনার শুভাগতহোমের (৪/৪৬) বোলিংয়ে এক সেশন হাতে রেখেই ইস্ট জোনকে হারিয়ে আসরের প্রথম জয়টি তুলে নিয়েছে ওয়াল্টন সেন্ট্রাল জোন। দ্বিতীয় ইনিংসে ( ১৭২/১০) ইসলামী ব্যাংক ইস্ট জোনের অলক কাপালী লড়েছেন একাই, করেছেন ৭১ রান। এই জয়ে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন অলরাউন্ড পারফরর্ম করা ওয়াল্টনের শরীফ (প্রথম ইনিংসে ৭০ রান এবং ম্যাচে ছয় উইকেট)।  এই ম্যাচ জিতে ৯ পয়েন্ট পেয়ে শেষ দুই রাউন্ডের সমীকরণ মেলানোর প্রত্যয় শরীফেরÑ‘এই ম্যাচে জয় খুব দরকার ছিল। শেষ দুই রাউন্ডে এখন ভালো কিছু করতে হবে।’  
এদিকে বিকেএসপিতে ফলোঅনে পড়েও ম্যাচ বাঁচিয়েছে বিসিবি নর্থ জোন। তৃতীয় দিন শেষে ১৫৪/২ স্কোরেই প্রতিরোধের ভরসা পায় দলটি। তৃতীয় ইনিংসে ১৩৭ ওভারের চ্যালেঞ্জ  দিয়েছে পাড়ি  বিসিবি নর্থ (৪০৩/৮)। তা সম্ভব হয়েছে প্রথম শ্রেণির ক্রিকেটে টপ অর্ডার ফরহাদ হোসেনের ১৫তম (১১৯ রান) এবং মিডল অর্ডার নাইম ইসলামের ২০তম সেঞ্চুরিতে (১২৯ রান)। তৃতীয় উইকেট জুটিতে এই দুইজনের অবদান ১৩৬ রান। বিসিএলে এটি নাইম ইসলামের ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। ফর্মের তুঙ্গে থাকা ৩০ বছর বয়সী এই ক্রিকেটার বিসিএলে হয়ে যাওয়া চার ম্যাচে করেছেন তিনটি সেঞ্চুরি। উভয় ইনিংসে পাঁচটি করে উইকেট পেয়েও হিরো হতে পারেননি প্রাইম ব্যাংক সাউথ জোনের অফ স্পিনার নাহিদুল ইসলাম। ক্যারিয়ার সেরা বোলিংয়ের (১০/২৩৪) এর ম্যাচে মøান হয়েছেন তিনি ফরহাদ-নাইমের প্রতিরোধ ইনিংসের কাছে। উত্তর-দক্ষিণের ম্যাচটি ড্র’ হওয়ায় বিসিএলের শিরোপা লড়াই উঠেছে জমে। চারটি দলের সবারই থাকছে সমান সুযোগ।

চতুর্থ রাউন্ড শেষে পয়েন্ট তালিকা
দল    ম্যাচ    জয়    হার    ড্র’    পয়েন্ট
বিসিবি নর্থ জোন    ৪    ১    -    ৩    ১২
প্রাইম ব্যাংক সাউথ জোন    ৪    ১    -    ৩    ১২
ওয়াল্টন সেন্ট্রাল জোন    ৪    ১    ২    ১    ৯
ইসলামী ব্যাংক ইস্ট জোন    ৪    ১    ২    ১    ৯

স ং ক্ষি প্ত স্কো র
ওয়াল্টন সেন্ট্রাল জোন-ইসলামী ব্যাংক ইস্ট জোন
ওয়াল্টন সেন্ট্রাল জোন প্রথম ইনিংস : ৩২৮/১০ (১১৫.১ ওভারে) সাইফ ৩৭, শুভাগতহোম ৪৬, নূরুল হাসান সোহান ৬৫, শরীফ ৭০, আবু জাদে রাহি ৭/৭৭, সাকলায়েন সজীব ২/৬৭, আফিফ ২/২০।
ইসলামী ব্যাংক ইস্ট জোন প্রথম ইনিংস : ২১১/১০, (৬৭.১ ওভারে), ইমতিয়াজ তান্না ৩৬, মুমিনুল ২৪, ইয়াসির আলী ৪৮*, আবুল হাসান রাজু ৪৮*, মো. শরীফ ৪/৫৯, শুভাগতহোম ২/৫১, মোশারফ রুবেল ২/৩৩।
ওয়াল্টন সেন্ট্রাল জোন দ্বিতীয় ইনিংস : ২৮২/৭, ৬৯.৩ ওভারে, (তৃতীয় দিন শেষে ২৬৬/৫, ৬৭.০ ওভারে, তাইবুর ৫৫ ব্যাটিং, নূরুল হাসান সোহান ৩২ ব্যাটিং), মজিদ ৩৬, মেহরাব জুনি.৩৮, মার্শাল আইয়ুব ৭৩, তাইবুর ৫৭, নূরুল হাসান সোহান ৪৫, মুমিনুল ২/৩৯, কাপালী ২/৫২, এবাদত ২/৪৭।
ইসলামী ব্যাংক ইস্ট জোন দ্বিতীয় ইনিংস : ১৭২/১০ (৫৬.২ ওভারে), লিটন ১০, মুমিনুল ১৯ কাপালী ৭১, আবুল হাসান রাজু ২৩, শুভাগতহোম ৪/৪৬, শরীফ ২/১৯, রাব্বী ২/৪০, তাইবুর ২/২৪।
ফল : ওয়াল্টন সেন্ট্রাল জোন ২২৭ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : মোহাম্মদ শরীফ (ওয়ালটন সেন্ট্রাল জোন)
প্রাইম ব্যাংক সাউথ জোন-বিসিবি নর্থ জোন
প্রাইম ব্যাংক সাউথ জোন প্রথম ইনিংস : ৫০১/১০ (১৪৪.৪ ওভারে), এনামুল বিজয় ৩৯, সৌম্য সরকার ২৬, ইমরুল কায়েস ৩১, তুষার ইমরান ২২০, শাহরিয়ার নাফিস ৭৪, সানজামুল ২/১৭৩, নাসির ২/৭৭, সোহরাওয়ার্দী শুভ ৪/১০৫।
বিসিবি নর্থ জোন প্রথম ইনিংস :  ২৪২/১০ (৬২.২ ওভারে), ফরহাদ হোসেন ৫৬, নাজমুল হোসেন ২৪, নাসির ২২, ধীমান ৬৭, শফিউল ২২, নাহিদুল ৫/১০৪, আল-আমিন ২/২৩, আবদুর রাজ্জাক ৩/৭৪।
বিসিবি নর্থ দ্বিতীয় ইনিংস : ৪০৩/৮, ১৩৭.০ ওভারে (তৃতীয় দিন শেষে ১৫৪/২, ৬১.০ ওভারে, ফরহাদ হোসেন ৬২ব্যাটিং, নাইম ২৪ ব্যাটিং), জুনায়েদ ৪৬, ফরহাদ হোসেন  ১১৯, নাইম ১২৯, নাহিদুল ৫/১৩০। ফল : ড্র।
ম্যান অব দ্য ম্যাচ : তুষার ইমরান (প্রাইম ব্যাংক সাউথ জোন)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রফি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ