Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৯ বছর ফের দেশে আসছে বিশ্বকাপ ট্রফি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মে, ২০২২, ১:০২ পিএম

প্রায় ৯ বছর পর আবারও বাংলাদেশে আসছে ফুটবল বিশ্বকাপের ট্রফি। আগামী ৮ ও ৯ জুন ৩৬ ঘণ্টা অর্থাৎ দেড় দিনের জন্য বাংলাদেশে প্রদর্শনীর জন্য থাকবে এ শিরোপা। খেলাধুলার শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিশ্বকাপ ট্রফির এ যাত্রা শুরু হয়েছে। গত ১২ মে কাতার বিশ্বকাপের ট্রফি উন্মোচনের মাধ্যমে শুরু হয়েছে এ কার্যক্রম।

এ নিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপ ট্রফি বিশ্ব ভ্রমণে বের হয়েছে। এবার ৫১টি দেশে ঘুরবে এ ট্রফি। এর আগে ২০১৩ সালের ডিসেম্বরে দুদিনের জন্য বাংলাদেশে এসেছিল বিশ্বকাপ ট্রফি।
সেবার র‌্যাডিসন ব্লু হোটেলে রেখে জনসাধারণের জন্য করা হয়েছিল বিশ্বকাপ ট্রফির প্রদর্শনী। এবার আর্মি স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফি প্রদর্শনী করা হবে। তবে এটি এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে বাফুফের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ