Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়ালটনের লিড, জয়ের সুবাস পাচ্ছে প্রাইম ব্যাংক

| প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : চতুর্থ রাউন্ডে এসে ঘুরে দাঁড়িয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন। ফতুল্লায় চলা ম্যাচে শরীফের বোলিংয়ে (৪/৫৯) প্রথম ইনিংসে ১১৭ রানের লিড নিয়ে ইসলামী ব্যাংক ইস্ট জোনকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন। তৃতীয় দিন শেষে ৩৮৩ রানে এগিয়ে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়ালটন সেন্ট্রাল জোন।
দ্বিতীয় দিনে ১১৪/৬ স্কোরের সঙ্গে শেষ ৪ উইকেটে যোগ করতে পেরেছে ইসলামী ব্যাংক ইস্ট জোন ৯৭ রান। এড়াতে পেরেছে তারা ফলোঅন। প্রথম ইনিংসে ১১৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শেষ ২টি সেশনে স্কোর দাঁড়করিয়েছে তারা ২৬৬/৫। তা সম্ভব হয়েছে মিডল অর্ডার মার্শাল আইয়ুবের ৭৩ রানে। প্রথম শ্রেণির ক্রিকেটে নবম ফিফটির ম্যাচে ব্যাটিংয়ে আছেন তাইবুর ৫৫ রানে।
এদিকে বিকেএসপিতে অনুষ্ঠানরত ম্যাচে প্রাইম ব্যাংক সাউথের রান পাহাড়ে চাপা পড়ে ফলোঅনে বাধ্য হয়েছে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বিসিবি নর্থ। দ্বিতীয় দিনের স্কোরের (১০৭/৪) সঙ্গে গতকাল যোগ করতে পেরেছে তারা ১৩৫। প্রথম শ্রেণির ক্রিকেটে অফ স্পিনার নাহিদুলের প্রথম ৫ উইকেটের ইনিংসে (৫/১০৪) বিসিবি নর্থ থেমেছে ২৪২ এ। এই ইনিংসে ৩ উইকেটে প্রথম শ্রেণির ক্রিকেটে উইকেট সংখ্যা উন্নীত করেছেন বাঁহাতি স্পিনার রাজ্জাক রাজ ৪৬৫ তে। ফলোঅনে পড়ে ম্যাচ বাঁচানোর জন্য লড়ছে বিসিবি নর্থ। তৃতীয় দিনের শেষ ২ সেশনটা ভালোই কাটিয়েছে তারা (১৫৪/২)। ফরহাদ হোসেন ৬২ এবং নাইম ২৪ রানে ব্যাটিংয়ে আছেন। ইনিংস হার এড়ানোর জন্য এখনো বিসিবি নর্থের দরকার ১০৫ রান। অন্যদিকে প্রাইম ব্যাংক সাউথের দরকার ৮ উইকেট।


একনজরে ফল
ওয়ালটন সেন্ট্রাল জোন-ইসলামী ব্যাংক ইস্ট জোন
ওয়ালটন সেন্ট্রাল জোন ১ম ইনিংস : ৩২৮/১০ (১১৫.১ ওভারে) সাইফ ৩৭, শুভাগতহোম ৪৬, নূরুল হাসান সোহান ৬৫, শরীফ ৭০, আবু জাদে রাহি ৭/৭৭, সাকলায়েন সজীব ২/৬৭, আফিফ ২/২০।
ইসলামী ব্যাংক ইস্ট জোন ১ম ইনিংস : ২১১/১০ (৬৭.১ ওভারে) (২য় দিন শেষে ১১৪/৬ (৩৯.৪ ওভারে), ইমতিয়াজ তান্না ৩৬, মুমিনুল ২৪, ইয়াসির আলী ৪৮*, আবুল হাসান রাজু ৪৮*, মো: শরীফ ৪/৫৯, শুভাগতহোম ২/৫১, মোশারফ রুবেল ২/৩৩।
ওয়ালটন সেন্ট্রাল জোন ২য় ইনিংস : ২৬৬/৫ (৬৭.০ ওভারে), মজিদ ৩৬, মেহরাব জুনি. ৩৮, মার্শাল আইয়্যুব ৭৩, তাইবুর ৫৫ (ব্যাটিং), নূরুল হাসান সোহান ৩২ (ব্যাটিং), মুমিনুল ২/৪০।
প্রাইম ব্যাংক সাউথ জোন-বিসিবি নর্থ জোন
প্রাইম ব্যাংক ১ম ইনিংস : ৫০১/১০ (১৪৪.৪ ওভারে), এনামুল বিজয় ৩৯, সৌম্য সরকার ২৬, ইমরুল কায়েস ৩১, তুষার ইমরান ২২০, শাহরিয়ার নাফিস ৭৪, সানজামুল ২/১৭৩, নাসির ২/৭৭, সোহরাওয়ার্দি শুভ ৪/১০৫।
বিসিবি নর্থ ১ম ইনিংস : ২৪২/১০ (৬২.২ ওভারে) (২য় দিন শেষে ১০৭/৪, ২৯.০ ওভারে), ফরহাদ হোসেন ৫৬, নাজমুল হোসেন ২৪, নাসির ২২, ধীমান ৬৭, শফিউল ২২, নাহিদুল ৫/১০৪, আল আমিন ২/২৩, আবদুর রাজ্জাক ৩/৭৪।
বিসিবি নর্থ ২য় ইনিংস : ১৫৪/২ (৬১.০ ওভারে), জুনায়েদ ৪৬, ফরহাদ হোসেন ৬২ (ব্যাটিং), নাইম ২৪ (ব্যাটিং)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওয়ালটন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ