Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

গরুর ধান খাওয়কে কেন্দ্র করে হামলায় মহিলা নিহত : আহত ১০

| প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা : দোয়ারাবাজারে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক মহিলা নিহত ও ১০জন আহত হয়েছেন। গত রোববার বিকেলে উপজেলার দোহালিয়া ইউনিয়নের দেওয়ান নগর গ্রামে এঘটনা ঘটে। গতকাল সোমবার বিকেলে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। জানা যায়, গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দেওয়ান নগর গ্রামের বাতির আলী পক্ষের লোকজন একই গ্রামের আব্দুন নূর-জালু মিয়ার পক্ষের লোকজনের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আধা ঘণ্টাব্যাপী সংঘর্ষে দু’পক্ষের কমপক্ষে ১০জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত নূরজাহান বেগম (৪৫) কে আশঙ্কাজনক অবস্থায় সুনমগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতেই তার মৃত্যু ঘটে। সোমবার হাসপাতালে ময়নাতদন্ত শেষে দেওয়ান নগরস্থ তার পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। আহতদের দোয়ারা ও সুনামগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের নাম জানা যায়নি। নিহত নূরজাহান বেগম অব্দুন নূর-জালু মিয়ার পক্ষের বলে জানা গেছে। এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এনামুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গরু

২৪ জুন, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ